হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতারের তথ্যটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতারের সংবাদ কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।

সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২১ মার্চ 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা' নামের একটি ফেসবুক গ্রুপে 'Md Rocky Ahmed' নামের একটি একাউন্ট থেকে পোস্ট করে বলা হয়, "ব্রেকিং নিউজ: হাসনাত আব্দুল্লাহ গ্রেফতার আলহামদুলিল্লাহ সোর্স লিংক কমেন্টে"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতারের কোনো সংবাদ নির্ভরযোগ্য সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া এই পোস্টের পরও হাসনাত আবদুল্লাহকে প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে দেখা গেছে।
জাতীয় নাগরিক পার্টির নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়েছে কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা প্রথম আলোর ইউটিউব চ্যানেলে গত ২২ মার্চ (অর্থাৎ আলোচ্য দাবিটি প্রচারিত হওয়ার একদিন পর) "সেনাবাহিনীর প্রতি আমাদের পূর্ণ আস্থা ও সমর্থন আছে: হাসনাত আবদুল্লাহ | NCP | Hasnat Abdullah" শিরোনামে প্রচারিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। উক্ত ভিডিওটিতে হাসনাত আব্দুল্লাহকে মাইক্রোফোন হাতে বক্তব্য দিতে দেখা যায়। ইউটিউব ভিডিওটি দেখুন--
আরো কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক পত্রিকা দ্য ডেইলি স্টারের অনলাইন ভার্সনে গত ২২ মার্চ "বিপ্লবে উৎখাত দলকে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নজির নেই: হাসনাত আবদুল্লাহ" শিরোনামে একটি প্রতিবেদনেও হাসনাত আব্দুল্লাহর মন্তব্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
পরবর্তীতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে হাসনাত আব্দুল্লাহর গ্রেফতারের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।। এছাড়াও আলোচ্য দাবিটি ছড়ানোর পরেও হাসনাত আব্দুল্লাহকে তার ফেসবুক একাউন্টেও সক্রিয় থাকতে দেখা গেছে।
অর্থাৎ হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতারের দাবিটি সঠিক নয়।
সুতরাং জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতারের ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।