হান্নান মাসউদ ও তাসনিম জারার চুম্বনের ভিডিওটি এআই প্রযুক্তিতে তৈরি
জাতীয় স্মৃতিসৌধে তাসনিম জারা ও হান্নান মাসউদের একটি ভিডিওকে এআই প্রযুক্তির মাধ্যমে এডিট করে ভিডিওটি তৈরি করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করা হচ্ছে। ভিডিওতে- জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের চুম্বনের একটি দৃশ্য উপস্থাপন করা হয়েছে। এরকম দুইটি পোস্ট দেখুন এখানে ও এখানে, এখানে।
গত ১৯ মার্চ ‘Bd Robiul Islam Robi’ নামক একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা নিবেদনের সময়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ভিডিওকে এআই প্রযুক্তিতে সম্পাদনার মাধ্যমে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি। ডা. তাসনিম জারা ও আবদুল হান্নান মাসউদ উভয়ই যেহেতু জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, এই সংশ্লিষ্ট কি-ওয়ার্ড অনুসন্ধানের মাধ্যমে ইউটিউবে বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল নাইন এর ‘Channel Nine GEC’ নামের চ্যানেলে গত ৮ মার্চ “জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা নিবেদন” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
ভিডিওতে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পোশাক ও পারিপার্শ্বিক দৃশ্য আলোচ্য ভিডিওর সাথে হুবহু মিলে যায়। ভিডিওতে দেখা যায় প্রথমে আবদুল হান্নান মাসউদ; ডা. তাসনিম জারার বাম পাশে থাকলেও পরবর্তীতে বাম পাশে এসে দাঁড়ান। অর্থাৎ আলোচ্য প্রচারিত ভিডিওটির মূল দৃশ্য এই অনুষ্ঠানের ভিন্ন কোণ থেকে ধারণ করা দৃশ্য থেকে নেওয়া। প্রতিবেদনটির প্রিভিউ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বিভিন গণমাধ্যমে আলোচ্য দৃশ্য সহ ভিডিও প্রতিবেদন এবং অনলাইন প্রতিবেদন পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের রাজনৈতিক কার্যক্রম শুরু করার অংশ হিসেবে প্রথমবারের মতো জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।
আরো উল্লেখ করা হয়, গত ৪ মার্চ মঙ্গলবার সকাল ৮টায় দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন এনসিপির নেতা ও সদস্যরা। ফেসবুকে প্রচারিত ভিডিওটির স্থিরচিত্রের (দুইটি) সাথে (বামে) গণমাধ্যমের বরাতে পাওয়া ডা. তাসনিম জারা ও আবদুল হান্নান মাসউদের পাশাপাশি অবস্থানের দৃশ্য সহ সংগঠনটির সকল নেতাতদের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর ভিডিওর স্থিরচিত্রের (ডানে) পাশাপাশি মিল দেখুন--
তবে কোনো গণমাধ্যমের ভিডিও প্রতিবেদনে প্রচারিত দাবি অনুযায়ী কোনো ঘটনার দৃশ্য দেখা যায়নি এবং অনলাইন প্রতিবেদনেও এরকম কোনো ঘটনার তথ্য পাওয়া যায়না। জাতীয় স্মৃতিসৌধে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মতো অনুষ্ঠানে এই ধরণের ঘটনার বিষয়টিও অসামঞ্জস্যপূর্ণ।
যেহেতু গণমাধ্যমে প্রাপ্ত ভিডিওতে আলোচ্য চুম্বনের দৃশ্য নেই সেহতু বলা যায় যে দৃশ্যটি ভিডিও থেকে তৈরি করা হয়েছে। প্রচারিত ভিডিওটির উপরের ডান কর্ণারে "Pixverse AI" এর লোগো এর মতো কিছু একটা দেখা যায়। যে প্রোফাইল থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে সেই প্রোফাইলে এরকম আরো কিছু ভিডিও দেখা যায় যেগুলোর উপরের ডান কর্ণারে "Pixverse AI" এর হুবহু লোগো দেখতে পাওয়া যায়। অর্থাৎ আলোচ্য ভিডিওটিও "Pixverse AI" ব্যবহার করে তৈরি করে লোগো কেটে দেওয়ার চেষ্টা করা হয়েছে।
সার্চ করে দেখা যায় এটি একটি এআই জেনারেটেড কন্টেন্ট ক্রিয়েটর সার্ভিস প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মটির মাধ্যমে যেকোন স্বাভাবিক ভিডিওকে চুম্বনের ভিডিওতে রূপান্তর করা যায়। এ জাতীয় সম্পাদনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে বিভ্রান্তিকর প্রচারণা বাড়ছে।
অর্থাৎ জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা নিবেদনের সময়ের দলটির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের ভিডিওকে এআই প্রযুক্তিতে সম্পাদনার মাধ্যমে আলোচ্য ভিডিওটি তৈরি করা হয়েছে।
সুতরাং সামাজিক মাধ্যমে ডা. তাসনিম জারা ও আবদুল হান্নান মাসউদের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময়ের ভিডিওকে প্রযুক্তির সহায়তায় বিকৃত করে প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।