আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করেনি জার্মানি
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টে আওয়ামী লীগ সরকারকে জার্মানির নিষিদ্ধের কথা বলা হলেও বিষয়বস্তুতে তেমন কোনো তথ্যের উল্লেখ নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ভিডিও পোস্ট করে বলা হচ্ছে, বর্তমান আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করেছে জার্মানি। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
১৩ ঘন্টা আগে 'MD Oylid' নামে একটি আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "জার্মান থেকে আ'লীগ সরকার নিষিদ্ধ ! বিএনপি-কে আরো ২৪ দেশের সমর্থন !"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থ্যাৎ জার্মান সরকার বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করেছে বলে ওই পোস্টে দাবী করা হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকারকে জার্মানির নিষিদ্ধ করার দাবিটি সঠিক নয়। পোস্টে আওয়ামী লীগ সরকারকে জার্মানির নিষিদ্ধের কথা বলা হলেও বিষয়বস্তুতে জার্মান রাষ্ট্রদূতের সাথে বিএনপির বৈঠকের খবর দেওয়া হয়েছে। এছাড়া জাতীয় বা আন্তর্জাতিক কোনো গণমাধ্যমে এরকম কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
ভিডিওটির পর্যবেক্ষণে দেখা যায়, ভিডিওটি শুরুর ২০-২৪ সেকেন্ডে 'জার্মান রাষ্ট্রদূতের সাথে বৈঠকে বিএনপি' বলে একটি সংবাদ শিরোনাম উপস্থাপন করা হয়। ভিডিওর পরবর্তীতে ৪ মিনিট ৫ সেকেন্ড থেকে ৪ মিনিট ৩৫ সেকেন্ড পর্যন্ত এ সংক্রান্ত খবর দেওয়া হলেও সেই খবরে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধের ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল বাংলাদেশ জার্নালের ওয়েবসাইটে গত ১১ ডিসেম্বর "জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক" শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটারের সঙ্গে বৈঠক করছেন বিএনপি নেতারা। রোববার বিকেল ৩টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।" স্ক্রিনশট দেখুন--
এছাড়া দৈনিক ইনকিলাবেও এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়।
এদিকে বাংলাদেশ-জার্মানির সর্বশেষ কূটনৈতিক কার্যক্রম সম্পর্কে জানতে সার্চ করে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ওয়েবসাইটে গত ৮ ডিসেম্বরে "বাংলাদেশকে ৩৩ মিলিয়ন ইউরো দেবে জার্মানি" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত দুটি চুক্তির অধীনে ইউরোপীয় দেশটি বাংলাদেশকে নবায়নযোগ্য জ্বালানি এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে অনুদান হিসাবে ৩৩ মিলিয়ন ইউরো প্রদান করবে। স্ক্রিনশট দেখুন--
আবার ঢাকাস্থ জার্মান এমবেসির ফেসবুক পেজে গিয়ে দেখা যায়, ১২ ডিসেম্বর এক পোস্টে নগর উন্নয়ন প্রক্রিয়ায় বিশ্বস্ত ভূতাত্ত্বিক তথ্য আহরণে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানিয়েছে জার্মানি। ফেসবুক পোস্টটি দেখুন---
অর্থাৎ বাংলাদেশ সরকারের সাথে জার্মানির সহযোগীতামূলক সম্পর্ক বিদ্যমান আছে সম্প্রতি এমন সংবাদ বিভিন্ন সূত্রে পাওয়া যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের আওয়ামী লীগ সরকারকে জার্মানির নিষিদ্ধ করা সংক্রান্ত কোন তথ্য জাতীয় কিংবা আন্তর্জাতিক কোন গণমাধ্যমে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করেও পাওয়া যায়নি। যদিও এমন ঘটনা ঘটলে স্বাভাবিকভাবেই গণমাধ্যম গুরুত্ব দিয়েই প্রকাশ করার কথা।
সুতরাং বাংলাদেশের আওয়ামীলীগ সরকারকে জার্মানির নিষিদ্ধ করার ভিত্তিহীন সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।