ভিডিও গেমের ফুটেজ দিয়ে ইউক্রেনে রাশিয়ার হামলা দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি আরমা-৩ নামক একটি ভিডিও গেমের একাধিক ফুটেজ যুক্ত করে বানানো হয়েছে, যার কোনোটিই বাস্তব নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, ভিডিওটি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৮ ফেব্রুয়ারি Gaming Zone BD' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "এইমাত্র রাশিয়া ইউক্রেনে হামলা করলো"। অর্থাৎ দাবি করা হচ্ছে রাশিয়া কর্তৃক ইউক্রেন হামলার ভিডিও এটি। পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওটি বাস্তব কোন যুদ্ধের নয়। মূলত একটি ভিডিও গেমের একাধিক অংশবিশেষ রেকর্ড করে এভাবে প্রকাশ করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চিং টুল এবং ইনভিড ব্যবহার করে প্রকৃত ভিডিওটি ইউটিউবে পাওয়া গেছে। 'ArmA 3 - A-10 Warthog/Thunderbolt II in Action vs C-RAM - Phalanx CIWS - C RAM - Tracer - Simulation' শিরোনামে ভিডিও গেমের এই ফুটেজটি ইউটিউবে ২০২১ সালের ৯ জানুয়ারি আপলোড করা হয়েছিল। দেখুন--
মূলত, এই ভিডিওতে দেখতে পাওয়া ফুটেজের ভিন্ন ভিন্ন অংশে যুক্ত করা হয়েছে ভাইরাল ভিডিওতে।
প্রসঙ্গত আরমা-৩ মূলত একটি কমব্যাট ভিডিও গেম যা ২০৩০ সালের এক কাল্পনিক পরিস্থিতি নিয়ে তৈরী। গেমটিতে একজন সেনা অফিসার রূপে খেলোয়াড় নানা ধরনের সামরিক অভিযান চালাতে পারেন। ইতিপূর্বে ভুয়া দাবিতে গেমটির ফুটেজ ভাইরাল হলে নির্মাতা প্রতিষ্ঠান বোহেমিয়া ইন্টারন্যাশনাল এএফপি-র তথ্য যাচাই বিভাগকে জানায়, আরমা-৩ গেমটিকে নিজের ইচ্ছে মত বদলানো যায়, ফলে খেলোয়াড় নিজের ইচ্ছা মত দৃশ্য স্থান বদলাতে পারেন।
পাশাপাশি চলমান রুশ-ইউক্রেন সংকটে রাশিয়ার পক্ষ থেকে এখনো ইউক্রেনে সামরিক অভিযানের কোনো খবর নির্ভরযোগ্য গণমাধ্যমে প্রকাশিত হয়নি।
অর্থাৎ একটি গেমের ক্লিপকে ইউক্রেনে রাশিয়ার হামলা হিসেবে পোস্ট করা হয়েছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।