গেমের ভিডিওকে ট্রাম্পের বিমান দূর্ঘটনার বলে প্রচার
বেশ কিছু এবং প্রোফাইল থেকে একটি গেমের অংশবিশেষকে ট্রাম্পের বিমান দূর্ঘটনার ভিডিও বলে ছড়ানো হচ্ছে।
ফেসবুকে একটি ভিডিও একাধিক প্রোফাইল ও পেইজ থেকে শেয়ার করে বলা হচ্ছে, বিমান দূর্ঘটনার মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে এবং এখানে।
𝐚𝐫 𝐫𝐨𝐛𝐢𝐮𝐥 𝐡𝐚𝐬𝐚𝐧 নামের একটি পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার ক্যাপশন দেয়া আছে, "আবারো ট্রাম্পের বিমান দুর্ঘটনার মুখোমুখি Trump's 757 Emergency Landing On GTA 5"। প্রায় ৭ মিনিটের সেই ভিডিওটিতে দেখা যায়, ট্রাম্প নামের একটি বিমানকে তাড়া করে কিছু পুলিশ। তারপর সেটি আকাশে উড়ে অন্যত্র চলে যায়। দেখুন পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে ভিডিওটি বাস্তবে ট্রাম্পের বিমান দূর্ঘটনার নয়। আসল ভিডিওটি মূলত GTA 5 নামক একটি গেমের অংশবিশেষ। ANHVGTA নামক একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি আপলোড করা হয় ২৯ নভেম্বর ২০১৯। "Trump's 757 Emergency Landing On Aircraft Carrier | GTA 5" শিরোনামের সেই ইউটিউব ভিডিওটির ডিসক্লেইমার অংশেই বলা হয়েছে, ভিডিওটি কোনো বাস্তব ঘটনার নয়। বরং এটি একটি গেমের অংশবিশেষ এবং বিনোদনের স্বার্থে সেটি ইউটিউবে আপলোড করা হয়েছে। দেখুন স্ক্রিনশট--
এছাড়া একই ভিডিও'র আরেকটি ভার্সন দেখা যাচ্ছে ভিন্ন একটি চ্যানেলে।
অর্থাৎ ফেসবুকে ট্রাম্পের বিমান দূর্ঘটনার দাবি করে যেই ভিডিওটি ছড়ানো হচ্ছে তা মূলত একটি গেমের অংশবিশেষ এবং তাই একে দূর্ঘটনার বলে দাবি করা ভিত্তিহীন।