টিউমার আক্রান্ত শিশুর ছবিটি পুরোনো, সাহায্যের আবেদন প্রতারণাপূর্ণ
অন্তত ছয় বছর আগে থেকে ইন্টারনেটে পাওয়া যাওয়া এই ছবিটির সাথে বাংলাদেশে সাম্প্রতিক রোগাক্রান্ত কোনো শিশুর সম্পর্ক নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে পিঠে বৃহদাকার টিউমার আক্রান্ত একটি শিশুর ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, শিশুটির নাম 'মোঃ আরাফাত'। আর পরিচয় হিসেবে শিশুটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার উত্তর রূপসী তারাব পৌরসভা এলাকার মোহাম্মদ জোবায়ের হোসেনের ছেলে বলে উল্লেখ করা হয়েছে। ভাইরাল পোস্টে বলা হয়েছে, শিশুটির চিকিৎসার জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। পোস্টটিতে আর্থিক সাহায্য পাঠানোর জন্য মুঠোফোনে আর্থিক লেনদেন সেবা দাতা প্রতিষ্ঠান বিকাশে, রকেট ও নগদের হিসাব খোলা কিছু মোবাইল নম্বরও জুড়ে দেয়া হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৭ ডিসেম্বর 'Fashion Buzz' নামের একটি ফেসবুক পেজ থেকে এমন ছবি সহ একটি পোস্ট করা হয়। দেখুন ওই পোস্টের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের বর্ণনায় করা দাবিটি বিভ্রান্তিকর ও প্রতারণাপূর্ণ। ছবিটি অন্তত ৬ বছর আগ থেকে ইন্টারনেটে প্রচারিত হচ্ছে। ছবিটির উৎস সম্পর্কে নিশ্চিত না হওয়া গেলেও বাংলাদেশের সাম্প্রতিক সময়ে রোগাক্রান্ত কোনো শিশুর সাথে ছবিটি সম্পর্কিত নয় বলে নিশ্চিত হয়েছে বুম বাংলাদেশ।
রিভার্স ইমেজ সার্চ করার পর, 'documentingreality.com' নামের একটি ওয়েবসাইটে শিশুটির একাধিক ছবি খুঁজে পাওয়া যায়, যা ২০১৫ সালে প্রকাশিত হয়েছিল। যদিও আর্টিকেলটিতে ছবিটির উৎস সম্পর্কিত কোন বিস্তারিত তথ্য দেয়া হয়নি। স্ক্রিনশট দেখুন--
আরেকটি ছবি দেখুন--
অর্থাৎ নিশ্চিতভাবেই ছবিটি সাম্প্রতিক নয়।
রিভার্স ইমেজ সার্চে, 'Cazenga News 24' নামের একটি ফেসবুক পেজেও একই ছবিটি পোস্ট করতে দেখা গেছে। তবে ২০১৬ সালে করা উক্ত ফেসবুক পোস্টেও ছবির শিশুটির সম্পর্কে কোন তথ্য দেয়া হয়নি।
অর্থাৎ অতীতে বিভিন্ন বছরে ছবিটি সামাজিক মাধ্যম ও অনলাইনে একাধিকবার দেখা গেছে। এই ছবিটিকেই বিভ্রান্তিকরভাবে 'মোঃ আরাফাত' নামের এক শিশুর দাবি করে সম্প্রতি সাহায্য দাবি করা হচ্ছে। তবে এই নামে বাংলাদেশের কোন শিশু সত্যিই রোগাক্রান্ত কিনা কিংবা তার আর্থিক সহায়তা প্রয়োজন কিনা, সে বিষয়ে বুম বাংলাদেশ আলাদাভাবে যাচাই করেনি। তবে ভাইরাল পোস্টে দেয়া নম্বরগুলোর বন্ধ পাওয়া গেছে।
সুতরাং অন্তত ৬ বছর আগ থেকে ইন্টারনেটে প্রচারিত হয়ে আসা একটি ছবিকে বাংলাদেশের শিশু দাবি করা এবং নির্ভরযোগ্য তথ্য ছাড়াই আর্থিক সহায়তার আবেদন জানানো হচ্ছে, যা প্রতারণাপূর্ণ ও বিভ্রান্তিকর।