ওবায়দুল কাদেরের বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের খণ্ডিত অংশ বিকৃতভাবে প্রচার করা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ভিডিও পোস্ট করা হচ্ছে যেখানে তিনি বলছেন, এবার এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
গত ১ আগস্ট 'Mohamad Linkon' নামের একটি পেজ থেকে ১৩ সেকেন্ডের একটি ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "ওবায়দুল কাদের ক্ষমতা হারানোর আগেই বলে কি.।" ভিডিওতে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, "আর ২৭ নয়, আর ১০ দফা নয়, এবার এক দফা- শেখ হাসিনাকে কবস্থানে পাঠাতে হবে, এই এক দফা"। নিচে পোস্টটির স্ক্রিনশর্ট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের দেয়া একটি বক্তব্যের ভিডিওর খণ্ডিত অংশ প্রচার করা হচ্ছে। পূর্ণাঙ্গ ভিডিওতে দেখা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানো হবে বলে বিএনপির এক নেতার দেয়া এমন বক্তব্যকে ওবায়দুল কাদের তুলে ধরেছেন।
কি-ওয়ার্ড সার্চ করে "এক দফার নামে শেখ হাসিনাকে হ'ত্যা'র হু'ম'কি দিচ্ছে বিএনপি:ওবায়দুল কাদের" শিরোনামে মাছরাঙ্গা টেলিভিশনের একটি ভিডিও প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। গত ২১ মে আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদেরের দেওয়া পাঁচ মিনিট ১২ সেকেন্ডের একটি ভিডিও পাওয়া যায়। যেখানে ওবায়দুল কাদের বলেন "গত ১৯ তারিখে রাজশাহীর পুঠিয়ায় এক জনসভায় বিএনপির জেলা আহবায়ক আবু সাইদ বলেছেন, আর ২৭ নয়, আর ১০ দফা নয়, এবার এক দফা- শেখ হাসিনাকে কবস্থানে পাঠাতে হবে, এই এক দফা। এটা কি আপনারা শুনেছিলেন?” নিচে দেওয়া ভিডিওটির ১৪ সেকেন্ড থেকে ৫২ সেকেন্ড পর্যন্ত শুনুন-
অর্থাৎ "এবার এক দফা, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে" এই বক্তব্য ওবায়দুল কাদেরের নয় বরং তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ বিভ্রান্তিকরভাবে প্রচার করা হচ্ছে।
সুতরাং আওয়ামী লীগের শান্তি সমাবেশে ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের খণ্ডাংশ বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হচ্ছে ফেসবুকে।