ভারতের উত্তরপ্রদেশের চার বছর পুরোনো ভিডিওকে বাংলাদেশের দাবি করে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওটি ২০১৮ সালে ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মোরাদাবাদ শহরের, বাংলাদেশের নয়।
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে দাবি করা হচ্ছে, মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতির মেয়ের ঈদের শুভেচ্ছা জানানোর দৃশ্য। ভিডিওতে লাইন ধরে এক তরুণীর সাথে যুবকদের কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়। এমন কিছু পোস্টের লিংক দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ৩ মে 'M - Force' নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিও ক্লিপটি শেয়ার করে লেখা হয়, "মোহাম্মদ পুর থানা বিএনপির সভাপতি লতিফ মাহমুদের মেয়ে ঈদের শুভেচ্ছা দিতাছে মাঠে ঘাঠে এইটা মেনে নেয়া যায় ⁉️ কে কে যাবেন জলদি আসেন গাড়ি মিস কইরেন না৷ আহ কি আনন্দ আকাশে বাতাসে৷" পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ভিডিওর ক্যাপশনে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটি বাংলাদেশের নয় বরং চার বছর পুরোনো ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মোরাদাবাদ শহরের।
ভিডিওটি থেকে কি-ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে, 'Emmy' নামের একটি ইউটিউব চ্যানেলে 'Eid Mubarak girl hugging boyzz😂 by BEING SARCASTIC' ক্যাপশনে ভিডিওটি খুঁজে পাওয়া যায়, যা ২০১৮ সালের ১৭ জুন পোস্ট করা হয়েছে। ভিডিওটি দেখুন--
ভিডিওটির বিবরণ থেকে জানা যায়, ঘটনাটি ভারতের মোরাদাবাদ শহরের শপিং মলের সামনের। এই সূত্র ধরে সার্চ করার পর, ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এ ২০১৮ সালের ২০ জুন "Woman hugs men on Eid outside mall in Uttar Pradesh" শিরোনামে ভিডিওটি নিয়ে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, তৎকালে ঈদ উপলক্ষ্যে শপিং মলের সামনে এক তরুণী আলিঙ্গন করে ছেলেদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছিলেন, ভিডিওটি উক্ত ঘটনার। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভিডিওটি মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতির মেয়ের ঈদের শুভেচ্ছা জানানোর নয় বরং চার বছর পুরোনো ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের একটি শহরের ঘটনা।
সুতরাং ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক তরুণীর ঈদ শুভেচ্ছা জানানোর একটি ভিডিওকে মোহাম্মদপুর থানা বিএনপির সভাপতির মেয়ের দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা বিভ্রান্তিকর।