ভারতের জাতীয় সঙ্গীতকে ইউনেস্কো কর্তৃক বিশ্বসেরা ঘোষণার দাবিটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে ভিত্তিহীন দাবিটি ২০০৮ সালে প্রচার হলে ইউনেস্কোর তরফ থেকে তা খণ্ডন করা হয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে একটি গ্রাফিক পোস্ট শেয়ার করে দাবি করা হচ্ছে, ভারতীয় জাতীয় সঙ্গীতকে ইউনেস্কো কর্তৃক বিশ্বের সেরা বলে ঘোষণা করা হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ১৬ এপ্রিল 'Sailendra Nath Ghosh' নামের ফেসবুক আইডি থেকে করা গ্রাফিক্স পোস্টে লেখা আছে, "একজন ভারতীয় হিসেবে আমি গর্বিত আমাদের জাতীয় সঙ্গীত " জন গন মন অধিনায়ক জয় হে"-কে বিশ্বের সবচেয়ে সেরা জাতীয় সঙ্গীত হিসাবে ঘােষণা করলাে UNESCO"। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি ভিত্তিহীন। ভুয়া এই দাবিটি ছড়িয়ে পড়লে ২০০৮ সালেই ইউনেস্কোর তরফ থেকে জানানো হয় তারা কোনও দেশের জাতীয় সঙ্গীত সম্পর্কেই এরকম কোনও ঘোষণা করেনি।
কি-ওয়ার্ড ধরে সার্চ করার পর, ২০০৮ সালের ৩০ সেপ্টেম্বর "'India anthem' email false: Unesco" শিরোনামে প্রকাশিত ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন থেকে জানা যায়, আলোচ্য দাবিটি ছড়িয়ে পরলে ইন্ডিয়া টুডের পক্ষ থেকে ইউনেস্কোর পাবলিক ইনফরমেশন ব্যুরোর প্রধান সু উইলিয়ামস'র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "এরকম কোন পুরস্কার ঘোষণা করা হয়নি।" ভারতের বেশ কয়েকটি ব্লগে এই গল্পটি ছড়িয়ে পড়ার বিষয়েও তারা অবগত উল্লেখ করে উইলিয়ামস ইন্ডিয়া টুডেকে জানান ইউনেস্কো ভারত বা কোনও দেশের সঙ্গীত সম্পর্কে এমন কোনও ঘোষণা দেয়নি। প্রতিবেদনের স্ক্রিনশট দেখুন--
টো১৬ সালে ভারতের অনলাইন ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া ১০টি ভুয়া তথ্য নিয়ে ভারতের আরেকটি গণমাধ্যম হিন্দুস্তান টাইমস-এর করা "Top 10 fake news forwards that we (almost) believed in 2016" শিরোনামের একটি প্রতিবেদনেও ভারতের জাতীয় সঙ্গীতকে নিয়ে এই দাবিটির উল্লেখ রয়েছে। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ ভারতের জাতীয় সঙ্গীতকে ইউনেস্কো কর্তৃক বিশ্বসেরা ঘোষণার দাবিটি সঠিক নয়।
সুতরাং ইউনেস্কো কর্তৃক ভারতের জাতীয় সঙ্গীতকে বিশ্বসেরা ঘোষণা করা হয়েছে মর্মে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে, যা ভিত্তিহীন।