দেওয়ানবাগীর কবরে আগুন লাগার ভুয়া খবর ভাইরাল
একাধিক ছবি এডিট করে উক্ত ভিডিওটিতে দেওয়ানবাগীর কবরে আগুন লাগার খবর প্রচার করা হয় বিভিন্ন ফেসবুক পেইজে।
ফেসবুকে একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে, দেওয়ানবাগী পীর হিসাবে পরিচিত সৈয়দ মাহবুবের কবরে আজাব হিসেবে আগুন লেগেছে এবং তা ঠেকাতে পানি ঢালা হচ্ছে। দেখুন এমন কিছু পোস্টের লিঙ্ক এখানে, এখানে এবং এখানে।
'এসো ইসলামের পথে চলি' নামক ফেসবুক পেইজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, "বাস্তব ঘটনা এবার কবরের আজাব কমাতে দেওয়ান বাগীর কবরে ঢালা হচ্ছে পানি ভয়ানক আজাব।'' ভিডিওটিতে দেখা যায়, একটি কবরে আগুন জ্বলছে এবং চারপাশে বেশ কিছু লোক দৌড়ঝাপ করছে। ভিডিওটিতে দাবি করা হয়, দেওয়ানবাগী পীরের কবর থেকে ধোয়া বের হচ্ছে। দেখুন ভিডিওটির স্ক্রিনশট-
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ ভিডিওটি যাচাই করতে যেয়ে দেখে, ভিডিওটিতে করা দাবিটি ভিত্তিহীন। প্রথমত মূলধারার সংবাদমাধ্যমগুলোতে এ সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। দ্বিতীয়ত, ভিডিওতে ব্যবহৃত ছবিটি বিশ্লেষণ করে দেখা যায়, একাধিক ছবি এডিট করে এই ছবিটি তৈরি করা হয়েছে। উক্ত ছবিটিতে প্রদর্শিত মানুষের ভীড় মূলত যুগান্তরে প্রকাশিত একটি খবরের ছবি থেকে নেয়া। দেখুন খবরসহ ছবিটির স্ক্রিনশট--
এছাড়া ছবিতে ব্যবহৃত খাচাসহ কবরের ছবিটিও এডিট করে যুক্ত করা। ফ্লিকারে দেয়া তথ্যমতে, মূলত ২০১০ সালে ছবিটি ইংল্যান্ডের একটি চার্চের পাশের কবরস্থান থেকে তোলা হয়। মূলত এই ছবিটিকেই এডিট করে দেওয়ানবাগী পীরের ছবি এবং ধোয়াসহ যুক্ত করা হয়েছে।
অর্থাৎ একাধিক ছবি যুক্ত করে সেটি দিয়ে ভিডিওটিতে দেওয়ানবাগীর কবরে আগুন লাগার দাবি করা হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন।