ফেসবুক-ইউটিউবে একাত্তর টিভির সাবস্ক্রিপশন কতোটা কমেছে?
বয়কটের ডাকে সামাজিক মাধ্যমে একাত্তর টিভির মিথস্ক্রিয়া কমলেও তা ব্যাপক নয়।
ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর কর্তৃক বেসরকারি টেলিভিশন চ্যানেল 'একাত্তর টিভি' বয়কটের আহ্বান জানানোর পর গত তিন দিন ধরে সামাজিক মাধ্যমে বয়কট ক্যাম্পেইন চলছে।
ফ্যাক্ট চেক:
ওয়েবসাইটটির তথ্য মতে, ১৩ অক্টোবর থেকে গত ৫ দিনে একাত্তর টিভির ফেসবুক পেইজে 'লাইক সংখ্যা কমেছে ২ লাখ ৮৪ হাজারের মতো। চলতি অক্টোবরের বাকি দিনগুলিতে দেখা গেছে প্রতিদিন ২ থেকে ৫ হাজার করে 'লাইক' সংখ্যা বাড়ছিলো। কিন্তু ১৩ অক্টোবর থেকে 'লাইক' এর সংখ্যা তার চেয়ে অনেক বেশি নেতিবাচক।
এখানে উল্লেখ্য, সোশ্যাল ব্লেড তাদের তথ্য আপডেট করে একদিন পর পর। তাদের তথ্য অনুযায়ী ১৭ অক্টোবর পর্যন্ত একাত্তর টিভির ফেসবুক পেইজের বর্তমান মোট 'লাইক' সংখ্যা দেখাচ্ছে ৫২ লক্ষ ৯৭ হাজার ৬৮৩।
অর্থাৎ, ১৩, ১৪,১৫, ১৬ ও ১৭ অক্টোবর এই পাঁচ দিনে লাইক কমেছে প্রায় ২ লাখ ৮৪ হাজার।
(এখানে উল্লেখিত তথ্যের কোনোটিই চুড়ান্ত সত্য নয়। তবে এগুলোর উপর ভিত্তি করে ঘটনার সার্বিক একটি চিত্র পাওয়া যাবে।)
আর একই সময়ে ইউটিউবে সাবস্ক্রাইবার কমেছে এক লাখের মতো। ১৩ অক্টোবরে সাবস্ক্রাইবার ছিল ২৪ লাখ ৯০ হজারের মতো, যা গতকাল ১৭ অক্টোবর পর্যন্ত আছে ২৩ লাখ ৯০ হাজার।