সিনহা হত্যা মামলা: সরোয়ার আলমকে নিয়ে ভুয়া খবর ভাইরাল
সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়া বার্তায় দাবি করা হচ্ছে ম্যাজিস্ট্রেট সরোয়ারকে হত্যা মামলাটির তদন্ত করবেন।
ফেসবুকে শনিবার সন্ধ্যার পর থেকে একটি বার্তা ভাইরাল হয়েছে যাতে দাবি করা হচ্ছে, সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান এর মামলার তদন্তের দায়িত্ব র্যাবের ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের হাতে দেয়া হয়েছে।
বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপে ছড়ানো বার্তাটি এরকম--
"#ব্রেকিং_নিউজ
সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এর মামলার দায়িত্ব Rab-এর ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম স্যারের হাতে। আলহামদুলিল্লাহ্ এবার ও মনে হয় সঠিক বিচার হবে ইনশাআল্লাহ্। আমি দোয়া করি সরোয়ার আলম ভাই যেন বাংলাদেশের জন্য অনেক কিছু করতে পারে। আল্লাহ তুমি সারোয়ার আলম ভাইকে হেফাজতে রেখো। বাংলাদেশের যারা দুর্নীতিবাজ দুর্নীতি করে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও।
collected"
দেখুন স্ক্রিনশটে-
এ বিষয়ে জানতে বুম বাংলাদেশের পক্ষ থেকে ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমকে ফোন দেয়া হলে তিনি রিসিভ করেননি।
এরপর ফোন করা হয় র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহর সাথে। তিনি জানান এই তথ্যটি ভুয়া।
"এটি সম্পূর্ণ ভুয়া ও হ্যাসকর খবর। সরোয়ার আলম হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। হত্যা মামলার তদন্ত করা তার দায়িত্ব নয়। এটি আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব", বলেন আশিক বিল্লাহ। তিনি আরও জানান, আদালতও এমন কোনো দায়িত্ব সরোয়ার আলমকে দেননি।