ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দেয়ার তারিখ ঘোষণার ভুয়া খবর ফেসবুকে
ঢাবি প্রক্টর একেএম গোলাম রব্বানী বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন, বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেয়ার তারিখ ঘোষনার খবরটি সঠিক নয়।
সামাজিক মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও পেজ থেকে একাডেমিক কাউন্সিলের বরাত দিয়ে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং ১৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু হবার একটি খবর প্রচার করা হচ্ছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
আজ (২৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটে 'JU Sarcasm' নামের ফেসবুক পেজ থেকে খবরটি পোস্ট করে লেখা হয়েছে "আগামী ১২ সেপ্টেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং ১৯ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু❤️ ----একাডেমিক কাউন্সিল" অর্থাৎ, দাবি করা হচ্ছে একাডেমিক কাউন্সিল ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার এই সিদ্ধান্ত জানিয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরটি সঠিক নয়।
মূলধারার গনমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে প্রভোস্ট কমিটির সভায়, একাডেমিক কাউন্সিলের সভায় নয়। গত ২৩ আগস্ট "ভিসি: ঢাবি খোলার বিষয়ে সিদ্ধান্ত মঙ্গলবার" শিরোনামে ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানকে উদ্ধৃত করে লেখা হয়েছে,
"মঙ্গলবার (২৪ আগস্ট) প্রভোস্ট কমিটির সভায় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সার্বিক সিদ্ধান্ত নেওয়া হবে। হলগুলোর প্রভোস্টদের সঙ্গে আলোচনা করতে হবে। হলগুলোর সার্বিক অবস্থা কি তা জানতে হবে। সে আলোকে বিশ্ববিদ্যালয় খোলার চিন্তা করা হবে।" দেখুন খবরটির স্ক্রিনশট--
পাশাপাশি বুম বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানীর সাথে কথা বলেও খবরটি সঠিক নয় বলে নিশ্চিত হয়েছে। ফেসবুকে দাবিকৃত হল ও বিশ্ববিদ্যালয় খোলার তারিখ ঘোষণা সংক্রান্ত খবরটি অসত্য জানিয়ে তিনি বুম বাংলাদেশকে বলেন, 'আজ (২৪ আগস্ট) সন্ধ্যা ৭ টায় প্রভোস্ট কমিটির সভা শুরু হবে। সভায় হলগুলোর প্রভোস্টদের সঙ্গে আলোচনা করে হল এবং বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত হবে। সুতরাং ফেসবুকের তথ্যটি সঠিক নয়'।
এছাড়া অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার তারিখ সংক্রান্ত গুজব ফেসবুকে ছড়িয়ে পড়ায়, বিষয়টি ভিত্তিহীন বলে প্রতিবেদন প্রকাশ করেছে। দেখুন স্ক্রিনশট--
প্রতিবেদনটি দেখুন এখানে।
সুতরাং একাডেমিক কাউন্সিলের বরাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলা এবং একাডেমিক কার্যক্রম শুরুর তারিখ ঘোষণার বিষয়ে ফেসবুকের দাবিটি অসত্য ও ভিত্তিহীন।