বিভ্রান্তিকর শিরোনামে অভিনেতা ডিপজলের মৃত্যুর ভুয়া খবর ভাইরাল
খবরের শিরোনামটি ভিত্তিহীন ও মূলধারার গণমাধ্যমেও ডিপজলের মৃত্যুর কোনো খবর খুঁজে পায়নি বুম বাংলাদেশ।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিভিন্ন আইডি ও পেজ থেকে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মৃত্যুর একটি খবর শেয়ার করা হচ্ছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে এবং এখানে।
গত ৩১ জুলাই 'Shakil Chowdhury' নামের ফেসবুক আইডি থেকে একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে "কিংবদন্তি অভিনেতা ডিপজল আর নেই তিনি না ফেরার দেশে চলে গেছেন"। অর্থাৎ শিরোনামে দাবি করা হচ্ছে, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল মারা গেছেন।
হুবহু একই শিরোনামে প্রকাশিত অনলাইন পোর্টালের ওই খবরটির ডেটলাইনে প্রকাশের সময় লেখা আছে '4 days ago'। ডেটলাইনে খবরটির সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় ধারণা করা যাচ্ছেনা '4 days ago' বলতে কোন তারিখ বা দিনকে বোঝানো হয়েছে। তবে স্বাভাবিকভাবে খবরটির ডেটলাইন এবং ফেসবুক পোস্টের দিনক্ষণ দেখে মনে হচ্ছে এটি চলতি আগস্টের ১ তারিখ কিংবা জুলাই মাসের শেষের দিকের ঘটনা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরের শিরোনামটি বিভ্রান্তিকর। শিরোনামে অভিনেতা ডিপজলের মারা যাওয়ার খবর প্রকাশ করা হলেও খবরটির বিস্তারিত অংশে এরকম কোনো তথ্য দেয়া হয়নি। বরং খবরটির বিস্তারিত অংশে, অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব সংক্রান্ত তথ্য দেয়া হয়েছে। অর্থাৎ শিরোনামে মৃত্যুর খবর প্রচার করা হলেও বিস্তারিত অংশে অপ্রাসঙ্গিক ভিন্ন কিছু বলা হচ্ছে।
সার্চ করে দেখা গেছে, অনলাইন পোর্টালের খবরটিও কপি করা। মূলত, গত ২৬ এপ্রিল 'নায়ক আলমগীরের মৃত্যুর গুজব, ক্ষুব্ধ পরিজনেরা' শিরোনামে দৈনিক প্রথম আলো অনলাইন ভার্সনে প্রকাশিত এক প্রতিবেদনের কিছু শব্দ পরিবর্তন করে হুবহু কপি করে, বিভ্রান্তিকর শিরোনামে অনলাইন পোর্টালগুলোতে প্রকাশ করা হচ্ছে। প্রথম আলোর মূল প্রতিবেদনটি দেখুন এখানে।
পাশাপাশি, বুম বাংলাদেশ এই প্রতিবেদন লেখা পর্যন্ত মূলধারার কোন গণমাধ্যমে অভিনেতা ডিপজলের মৃত্যু সংক্রান্ত কোন খবর খুঁজে পায়নি। বরং তাকে নিয়ে সর্বশেষ গত ২৯ জুলাই "৫ কোটি টাকার ত্রাণ সহায়তা দিয়েছেন ডিপজল, দেবেন আরো" শিরোনামে সংবাদমাধ্যম দৈনিক কালের কন্ঠ অনলাইনে প্রকাশিত খবর খুঁজে পাওয়া গেছে।
অর্থাৎ অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মৃত্যুর খবরটি ভিত্তিহীন।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে ভিন্ন তথ্য উল্লেখ করে, ভুয়া মৃত্যু সংবাদ একাধিক অনলাইন পোর্টালে প্রকাশ করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।