চিত্রনায়ক রিয়াজের মৃত্যুর ভুয়া খবর বিভ্রান্তিকর শিরোনামে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে রিয়াজ আত্মহত্যা করেছেন লেখা থাকলেও খবরের বিস্তারিত অংশে কিছুই নেই অর্থাৎ ফাঁকা।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে অখ্যাত একটি অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে বলা হচ্ছে, দীর্ঘ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করেছেন চিত্রনায়ক রিয়াজ। উক্ত খবরের কভার ফটো হিসেবে নায়ক রিয়াজের একটি ছবি ব্যবহার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২১ আগস্ট "একুশে-ETV-সত্য উন্মচনে সর্বদা নির্বীক" নামের একটি পাবলিক গ্রুপে "Md Sohel Islam" নামের একটি আইডি থেকে একটি সংবাদ শেয়ার করে বলা হয়, "দীর্ঘ স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা করলো রিয়াজ"। ফেসবুক পোস্টটি দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি ভিত্তিহীন। অখ্যাত একটি পোর্টাল থেকে খবরের লিংক শেয়ার করা হলেও খবরের লিংকে প্রবেশ করে দেখা গেছে এর বিস্তারিত অংশে কোন লেখা নেই অর্থাৎ ফাঁকা।
আলোচ্য পোস্টে থাকা সংবাদ পোর্টালটির লিংকে গিয়ে দেখা যায়, visionbarta.com নামের অখ্যাত ওই ওয়েবসাইটের ওই পেজটিতে "404 Not found" দেখাচ্ছে। অর্থ্যাৎ ওই লিংকটিতে এখন কোনো সংবাদ নেই। স্ক্রিনশট দেখুন--
এদিকে, দেশের গণমাধ্যমে বিভিন্নভাবে সার্চ করেও চিত্রনায়ক রিয়াজের আত্মহত্যার কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। রিয়াজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এ মর্মে কোনো সংবাদ বা বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
ফেসবুকে ভাইরাল তথ্যের উৎস খুঁজতে গিয়ে ২০২১ সালের ২৮ জানুয়ারি দৈনিক যুগান্তর পত্রিকায় "ট্রলের জবাবে নায়ক রিয়াজের দীর্ঘ স্ট্যাটাস" শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, চট্টগ্রামের রাস্তাঘাটকে ইউরোপের সঙ্গে তুলনা করে বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রলের শিকার হন রিয়াজ। পরবর্তীতে এ বিষয়ে দীর্ঘ এক স্ট্যাটাস দেন তিনি। সংবাদটির স্ক্রিনশট দেখুন--
উক্ত সংবাদে যুগান্তরের ব্যবহৃত নায়ক রিয়াজের ছবিটি হুবহু কভার ফটো হিসেবে ব্যবহার করেছে অখ্যাত অনলাইন পোর্টালটি।
প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে নায়ক রিয়াজের শ্বশুর আবু মহসিন খান নিজের রিভলবার দিয়ে আত্মহত্যা করেন। তবে, নানাভাবে সার্চ করেও নায়ক রিয়াজের আত্মহত্যা কিংবা মৃত্যু সংক্রান্ত কোনো সংবাদ কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। যেখানে নায়ক রিয়াজ আত্মহত্যা করলে কিংবা অন্য কোনো কারণে তাঁর মৃত্যু হলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত না হওয়া বরং অস্বাভাবিক ব্যাপার।
অর্থ্যাৎ চটকদার শিরোনাম দিয়ে চিত্রনায়ক রিয়াজের আত্মহত্যার ভুয়া খবর প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।