বিচারপতি গগৈয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরটি সত্য নয়
ভারতীয় অনলাইন পোর্টালে প্রকাশিত ভুয়া খবর পুনঃপ্রকাশিত হয়েছে বাংলাদেশের মূলধারার সংবাদমাধ্যমে।
ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ও রাজ্যসভা সদস্য রঞ্জন গগৈ কোভিড-১৯ সংক্রামিত হয়েছেন— এমন খবর প্রকাশিত হয়েছে বাংলাদেশি বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। খবরের সূত্র হিসেবে ভারতীয় সংবাদমাধ্যমের কথা বলা হয়েছে।
বাংলাদেশি সংবাদমাধ্যমে গগৈয়ের করোনা আক্রান্ত হওয়ার কিছু খবরের শিরোনাম--
সময় টিভি: করোনা আক্রান্ত হলেন বাবরি মসজিদ মামলার রায় দেওয়া বিচারপতি
কালের কণ্ঠ: রামমন্দির মামলার রায় দেওয়া সাবেক প্রধান বিচারপতি করোনায় আক্রান্ত
সমকাল: করোনায় আক্রান্ত রামমন্দির মামলার রায় দেওয়া প্রাক্তন প্রধান বিচারপতি
এছাড়াও আরও বেশ কিছু অনলাইন পোর্টালে এমন খবর প্রকাশিত হয়েছে।
যদিও গত বুধবার বুম এর সাথে আলাপে রঞ্জন গগৈ জানিয়েছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হননি। ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর সম্পর্কে গগৈ বলেন, ''না, এটা সত্য নয়, এটি মিথ্যা।''
সংবাদপ্রতিদিন নামক একটি ভারতীয় অনলাইন পোর্টালে গত ৫ অগস্ট প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদনে শিরোনাম লেখা হয়েছে, ''রাম মন্দির মামলার রায় দিয়েছিলেন, কোভিড পজিটিভ প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।'' প্রতিবেদনের কোথাও অবশ্য উল্লেখ নেই তথ্য সূত্রের উৎস। প্রতিবেদনটি আর্কাইভ করা আছে এখানে।
তবে পরে একই প্রতিবেদনের শিরোনাম বদলেছে অনলাইন পোর্টালটি। নতুন শিরোনাম, "করোনায় আক্রান্ত নন, গুজব ওড়ালেন প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ"।
আগের ও বর্তমানের শিরোনাম দেখুন নিচের স্ক্রিনশটে--
ওয়ান ইন্ডিয়া নামক আরেকটি ভারতীয় পোর্টাল এই ভুয়া খবর প্রকাশ করে পরে সংশোধন করেছে।
এছাড়া ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে যে, গগৈয়ের করোনা আক্রান্তের খবরটি গুজব ছিল।