ফেক নিউজ
গ্রামীন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিভ্রান্তিকর খবর
এসএসসি নয়, যোগ্যতা হিসেবে স্নাতক কিংবা মাস্টার্স সহ তিন বছর মেয়াদী ডিগ্রি থাকতে হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ফেসবুকে ''এসএসসি পাসে গ্রামিন ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!!'' শিরোনামে একটি পোস্ট ছড়িয়েছে। বিডিক্যারিয়ার ডট কম নামক একটি পেজ থেকে পোস্টটি করা হয় যদিও লিঙ্কে ক্লিক করলে যে ট্যাবটি আসে সেখানে অন্যান্য তথ্যাদির সাথে গ্রামীন ব্যাংকের সম্প্রতি প্রকাশিত শিক্ষানবিস অফিসার পদের নিয়োগ বিজ্ঞপ্তিটি দেয়া আছে।
অনুসন্ধানে দেখা যায়, দেশের নন-তফশিলী গ্রামীন ব্যাংক সম্প্রতি 'শিক্ষানবিস অফিসার' পদে অস্থায়ীভাবে নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি অনুযায়ী স্নাতক উত্তীর্ণ কিংবা মাস্টার্সসহ ডিগ্রী উত্তীর্ণ প্রার্থীরা অন্যান্য শর্তসাপেক্ষে ১৫ অক্টোবরের মধ্যে পদটির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তির কোথাও এসএসসি পাশ হলেই উল্লিখিত পদের (শিক্ষানবিস অফিসার) জন্য আবেদন করা যাবে এমন কোনো তথ্য নেই।
২১ সেপ্টেম্বরের দৈনিক প্রথম আলোতেও বিজ্ঞপ্তিটি পাওয়া যায়।
প্রথম আলোর খবরটি দেখুন এখানে।
সুতরাং স্পষ্টভাবে উল্লেখ থাকা স্বত্বেও এসএসসি পাশ যোগ্যতার কথা বলে নিয়োগের খবর প্রকাশ করা বিভ্রান্তিকর।
Claim : এসএসসি পাসে গ্রামিন ব্যাংকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ!!
Claimed By : Website, Facebook Posts
Fact Check : False
Next Story