এইচএসসি পরীক্ষার তারিখ বিষয়ে ভুয়া ফেসবুক পোস্ট ভাইরাল
পোস্টটির কারণে অনেক পরীক্ষার্থী ও অভিভাবক বিভ্রান্তির মধ্যে পড়েছেন।
২৫ জুলাই ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে; যাতে দাবি করা হয়েছে, আগামী অক্টোবর মাসে এইচএসসি পরীক্ষা হতে পারে। এছাড়া আরও দাবি করা হয়েছে যে, এবার ২০ দিনের মধ্যেই সবগুলো বিষয়ের পরীক্ষা নেয়া হবে।
এসব তথ্যের সূত্র হিসেবে "উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড"র মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুকের বরাত দেয়া হয়েছে।
পোস্টটি দেখুন নিচের স্ক্রিনশটে--
বিভিন্ন ফেসবুক গ্রুপে এরকম পোস্ট দেখে অনেকে বিভ্রান্তিতে পড়েছেন। সাধারণ মানুষের মন্তব্যে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। দেখুন তেমন কয়েকটি মন্তব্য--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ এসব তথ্যের সত্যতা যাচাইয়ের চেষ্টা করে নিশ্চিত হয়েছে যে, উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক এমন কোনো বক্তব্য দেননি।
প্রথমত, "উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড" কোনো প্রতিষ্ঠানের মহাপরিচালক নন সৈয়দ গোলাম ফারুক। তিনি "মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর" এর মহাপরিচালক।
দ্বিতীয়ত, মূলধারারা সংবাদমাধ্যমে আজ ২৬ জুলাই বা তার আগে গত দুই সপ্তাহে এমন কোনো খবর পাওয়া যায়নি যেখানে গোলাম ফারুক বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর পক্ষ থেকে পরবর্তী এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ বা ২০ দিনের মধ্যে পরীক্ষা শেষ করা হবে ইত্যাদি বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়েছে।
তৃতীয়ত, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইটেও এ সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।
অর্থাৎ, ফেসবুক পোস্টে দাবি করা তথ্যগুলো ভুয়া।