মামুনুল হকের দল ও মার্কা নিয়ে বিভ্রান্তিকর তথ্য
ফেসবুকে একটি পোস্টে একটি রাজনৈতিক দল ও তার মার্কা নিয়ে একাধিক বিভ্রান্তিকর তথ্য দেয়া হয়েছে।
ফেসবুকে ছবিসহ একটি পোস্টে দাবি করা হয়েছে, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক খেলাফত মজলিসের মহাসচিব এবং তার নির্বাচনী প্রতীক ঘড়ি। দেখুন এখানে।
নূরুল আজিম রনি নামের একটি পেইজ থেকে 'মুখ থেকে মুখোশ খুলে দাও' শিরোনামে একটি পোস্ট করা হয়। উক্ত পোস্টের একটি অংশে দাবি করা হয়, "নির্বাচন শেষ হলে তারা জননেতা থেকে মাওলানার কাতারে চলে আসে। যেমন মামুনুল হক খেলাফত মজলিসের মহাসচিব। তার নির্বাচনী প্রতীক দেয়াল ঘড়ি"। এছাড়াও পোস্টের সাথে যুক্ত ছবিতেও মাওলানা মামুনুল হকের সাথে ঘড়ি মার্কা দেখানো হয়েছে। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশের অনুসন্ধানে দেখা গেছে মাওলানা মামুনুল হক খেলাফত মজলিশ নয়, 'বাংলাদেশ খেলাফত মজলিশ' এর মহাসচিব। সম্প্রতি বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব পদ থেকে মাওলানা মাহফুজুল হক অব্যাহতি নিলে আর সেই পদে দায়িত্ব পান মাওলানা মামুনুল হক। এছাড়াও নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনারের তথ্যানুযায়ী বাংলাদেশ খেলাফতে মজলিশের মার্কা রিকশা, ঘড়ি নয়। বাংলাদেশ খেলাফত মজলিশের ব্যাপারে নির্বাচন কমিশনে প্রাপ্ত তথ্যের স্ক্রিনশট--
মূলত 'খেলাফত মজলিশ' নামে একটি রাজনৈতিক দল আছে যাদের মার্কা দেয়ালঘড়ি। এই দলটির আমির হিসেবে আছেন মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব পদে আহমদ আবদুল কাদের। দলটির ব্যাপারে নির্বাচন কমিশনে প্রাপ্ত তথ্য হলো--
অর্থাৎ উক্ত পোস্টে মামুনুল হকের দলের নাম ও মার্কার ব্যাপারে দাবিকৃত তথ্যগুলো ভুল।