কলাবাগানে ছাত্রী নিহতের ঘটনা নিয়ে ভুয়া খবর প্রচার
স্কুলছাত্রী ধর্ষণ ও হত্যার অভিযোগে মূল অভিযুক্ত তানভীর ইফতেখার দিহান ব্যতীত অন্য কারো সংশ্লিষ্টতা এখনো পায়নি পুলিশ
সামাজিক মাধ্যম ফেসবুকে 'গ্রুপ স্টাডির কথা বলে করা হল গ্রুপ সেক্স!!!কলাবাগানে লৌহমূহর্তের কথা বর্ননা করল অনুষকার মা। সম্মানিত অবিভাবকবৃন্দ এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারেন।' ক্যাপশনে একটি পোস্ট ছড়ানো হচ্ছে যেখানে গত ৮ জানুয়ারী বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানে ইংরেজি মাধ্যমপড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৭) ধর্ষণের পর হত্যা করার অভিযোগ উঠার পর ছাত্রীর মায়ের ও পুলিশ কর্মকর্তার দেয়া বক্তব্যের ভিডিও সংযুক্ত রয়েছে। একইভাবে 'গ্রুপ স্টাডির কথা বলে করা হল গ্রুপ সেক্স দিহানসহ চার বন্ধু!!!কলাবাগানে লৌহমূহর্তের কথা বর্ননা করল অনুষকার মা।' শিরোনামে একটি অনলাইন পোর্টালেও একটি খবর প্রকাশ করা হয়েছে। দেখুন এখানে।
উল্লেখ্য, ঘটনার দিন প্রথমে ওই ছাত্রীকে আনোয়ার খান মডার্ণ হাসপাতালে ভর্তির সময় দিহানের তিন বন্ধু উপস্থিত ছিলেন এবং সেসময় ঘটনার সাথে সন্দেহভাজন জড়িত হিসেবে পুলিশ তাদেরকে সাময়িকভাবে আটকে রাখে। পরবর্তীতে প্রাথমিক তথ্য প্রমাণে তাদের সংশ্লিষ্টতা না পাওয়ায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়।