বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নামে ভুয়া উক্তি সামজিক মাধ্যমে
বুম বাংলাদেশকে কাজী সালাউদ্দিন জানিয়েছেন এ ধরনের কোনো বক্তব্য তিনি দেননি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ থেকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের উক্তিসহ একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে, নারী ফুটবলারদের নিয়ে উক্তিটি বাফুফে সভাপতির। এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
গত ২১ সেপ্টেম্বর "২৪ ঘন্টা খেলার খবর" নামের ফেসবুক পেজ থেকে কাজী সালাউদ্দিনে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "'এখন কোনো পুরুষ্কার দিতে না পারলেও কথা দিলাম মেয়েরা বড় হলে ওদের বিয়ের সমস্ত খরচ বাফুফে থেকে দেওয়া হবে' - কাজী সালাউদ্দিন" । স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন এমন কোনো মন্তব্য করেননি। মূলত একটি রম্য ফেসবুক পোস্টারকে সত্যি দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক একাউন্ট ও পেজ থেকে।
ফেসবুক পেজ ও গ্রুপের পাবলিক পোস্টগুলো সংগ্রহ ও বিশ্লেষণের একটি মাধ্যম ক্রাউড ট্যাঙ্গেলের তথ্য মতে, কাজী সালাউদ্দিনের মন্তব্য সংবলিত পোস্টারটি প্রথমে "কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ওরফে সভাপতি সালাউদ্দিন" নামের একটি পেজ থেকে পোস্ট করা হয়। স্ক্রিনশট দেখুন--
বিশ্লেষণ করলে দেখা যায় পেজটিতে এর আগে ক্রিড়া বিষয়ক একাধিক রম্য পোস্ট করা হয়েছে। নিচে এরকম আরও কয়েকটি পোস্ট এরকম দেখুন--
পাশাপাশি, মূলধারার সংবাদমাধ্যম বা গত কয়েকদিনে কাজী সালাউদ্দিনের সংবাদ সম্মেলন বিশ্লেষণ করেও এরকম কোনো মন্তব্য খুঁজে পাওয়া যায়নি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সাথে যোগাযোগ করা হলে বুম বাংলাদেশকে তিনি জানান, "প্রথমত, আমি কোনো ওয়েবসাইট, কোনো ফেসবুক প্রোফাইল বা পেজ বা টুইটার হ্যান্ডেল চালাই না। দ্বিতীয়ত, আমি এই ধরনের ফালতু কোনো কথা বলিনি কখনো। এগুলো কারা ছড়ায়ও তাও জানি না। তৃতীয়ত, যারা এসব ছড়ায় তাদের খুঁজে বের করতে আমি আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ জানিয়েছি।"
অর্থাৎ বেনামি একটি রম্য উক্তিকে বিভ্রান্তিকরভাবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বলে দাবি করা হচ্ছে সামাজিক মাধ্যমে।