স্ক্রিনশটটি সময় টিভির ফেসবুক পেজের নয়
স্ক্রিনশটে দেখানো সংবাদটি সময় টিভি প্রচার করেনি বলে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির ফেসবুক পেজের স্ক্রিনশটের মত দেখতে এমন একটি ছবি শেয়ার করা হচ্ছে। সেখানে লেখা রয়েছে, ইদের উপহার হিসেবে নিজের প্রেমিকাকে বন্ধুর হাতে তুলে দিয়েছেন এক যুবক। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৩১ মার্চ 'Shiekh Noor' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে এমন একটি ছবি পোস্ট করে বলা হয়, "•এমন বন্ধু কই পাওয়া যায়..!"। পোস্ট করা ছবিটি দেখতে সময় টিভির ফেসবুক পেজ থেকে নেয়া স্ক্রিনশটের মত দেখাচ্ছে। এতে সংবাদ শিরোনাম হিসেবে লেখা রয়েছে, "ঈদের গিফট হিসেবে নিজের গার্লফ্রেন্ড কে বন্ধুর হাতে তুলে দিলেন (ইসমাইল) নামে এক যুবক"। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও, একই স্ক্রিনশটকে এডিট করে শুধু সময় টিভির ফেসবুক পেজের নাম ঠিক রেখে ভিন্ন ভিন্ন ব্যক্তির নাম ও ছবি বসিয়েও প্রচার করা হচ্ছে। স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, এটি বেসরকারি সম্প্রচার মাধ্যম সময় টিভির ফেসবুক পেজ থেকে নেয়া কোনো স্ক্রিনশট নয় বরং এডিট করে বানানো। সময় টিভির অনলাইন ভার্সনের সম্পাদক মাহফুজুর রহমান আলোচ্য ছবি কিংবা স্ক্রিনশটের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সময় টিভির নাম সম্বলিত স্ক্রিনশটটির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চ করে সময় টিভির ফেসবুক পেজে এরকম কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, আলোচ্য ফেসবুক পোস্টে যুক্ত ছবিটি পর্যবেক্ষণ করে এর সংবাদ শিরোনামের ফন্ট ও সময় টিভির ফন্টের মধ্যে পার্থক্য দেখা যায়। আলোচ্য পোস্টের স্ক্রিনশট (বামে) এবং সময় টিভির ফেসবুক পেজের একটি পোস্টের স্ক্রিনশট (ডানে) দেখুন পাশাপাশি--
অর্থাৎ এটি সময় টিভির ফেসবুক থেকে নেয়া কোনো স্ক্রিনশট নয় বরং সময় টিভির ফেসবুক থেকে নাম ও লোগো নিয়ে স্ক্রিনশটের আদলে তৈরি করা হয়েছে।
এদিকে, এ ব্যাপারে আরো নিশ্চিত হতে সময় টিভির সাথে যোগাযোগ করা হলে চ্যানেলটির অনলাইন ভার্সনের সম্পাদক মাহফুজুর রহমান আলোচ্য সংবাদটি তাদের প্রচার করা নয় বলে বুম বাংলাদেশকে জানান।
অর্থাৎ সময় টিভির ফেসবুক পেজের স্ক্রিনশট হিসেবে প্রচারিত ছবিটি বানানো। তবে আলোচ্য পোস্টের ছবিতে দেখানো ব্যক্তিদের পরিচয় আলাদাভাবে যাচাই করেনি বুম বাংলাদেশ।
সুতরাং সময় টিভির ফেসবুক পেজের আদলে ভুয়া স্ক্রিনশট তৈরি করে প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।