ফেক নিউজ
শারমিন আহমদের বইয়ের বরাতে ভুয়া উক্তি ফেসবুকে প্রচার
২০১৪ সালে প্রথম ছড়ানো উক্তিটি নতুন করে সামনে এসেছে সামাজিক মাধ্যমে।
ফেসবুকে একটি পোস্ট ছড়িয়েছে যাতে দাবি করা হয়েছে যে, নিচের উক্তিটি তাজউদ্দিন আহমদের মেয়ে শারমিন আহমদের লেখা বই 'তাজউদ্দিন আহমদ: পিতা ও নেতা' নামক বই থেকে উদ্ধৃত।
উক্তিটি হলো--
"মুজিব কাকু প্রচন্ড ক্ষমতালোভী, সুবিধাবাদী ভীতু মানুষ ছিলেন। তিনি কখনও বাংলাদেশের স্বাধীনতা চাননি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।"
কিন্তু প্রকৃতপক্ষে 'তাজউদ্দিন আহমদ: পিতা ও নেতা' নামক বইয়ে এমন কোনো উক্তি পাওয়া যায়নি।
এছাড়া শারমিন আহমদের ভাই সোহেল তাজ তার ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন, যারা এমন ভুয়া উক্তি ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
বইটি প্রকাশের পর এই ভুয়া উক্তিটি ২০১৪ সালে শারমিন আহমদের নামে বিভিন্ন ফেসবুক পেইজে প্রথম পোস্ট করা হয়েছিল বলে অনুসন্ধানে দেখা গেছে।
Claim : \"মুজিব কাকু প্রচন্ড ক্ষমতালোভী, সুবিধাবাদী ভীতু মানুষ ছিলেন\" উক্তিটি 'তাজউদ্দিন আহমদ: পিতা ও নেতা' নামক বইয়ের
Claimed By : Facebook Posts
Fact Check : False
Next Story