বিন সালমান কি বলেছেন 'উপমহাদেশের মুসলিমরা প্রকৃত মুসলিম নয়'?
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলমানদের নিয়ে ছড়ানো অবমাননাকর বক্তব্যটি মোহাম্মদ বিন সালমানের নয়।
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের মুসলমানদের নিয়ে কথিত একটি মন্তব্যযুক্ত সম্পাদিত ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। সম্পাদিত ছবিটি অনুযায়ী যুবরাজ বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে একজনও খাটি মুসলমান নেই, সব হিন্দু ধর্ম থেকে ধর্মান্তরিত এরকম মন্তব্য করেছেন বলে দাবী করা হচ্ছে।
এরকম কিছু সাম্প্রতিক ফেসবুক পোস্ট দেখুন নিচের স্ক্রিনশটে--
বিন সালমানের কথিত এমন বক্তব্য নিয়ে এর আগে বাংলাদেশি সংবাদমাধ্যমে ভারতের একটি অনলাইন পোর্টালের বরাতে খবর প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। দেখুন তখনকার বাংলাদেশ প্রতিদিনের খবরের স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বিন সালমানের এমন বক্তব্যের উৎস কোথায় তা জানতে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় গুগলে অনুসন্ধান চালিয়ে নির্ভরযোগ্য কোন সূত্র খুঁজে পায়নি বুম বাংলাদেশ।
গুরুত্বপূর্ণ একজন ব্যক্তির গুরুত্বপূর্ণ এমন বক্তব্য নির্ভরযোগ্য কোনো সূত্রে না পাওয়া যাওয়ায় এটিকে বানোয়াট বক্তব্য হিসেবেই চিহ্নিত করেছে বুম।