আল জাজিরা ও বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে ড. ইউনুসের নামে ভুয়া বক্তব্য
আল জাজিরার প্রতিবেদন বিষয়ে ড. ইউনুসের কোন মন্তব্য করার প্রমাণ পাওয়া যায়নি।
সামাজিক মাধ্যম ফেসবুকে নোবেল বিজয়ী বাংলাদেশী অর্থনীতিবীদ ড. মুহাম্মদ ইউনুসের নামে একটি মন্তব্য ছড়িয়েছে যেখানে দাবি করা হচ্ছে যে তিনি বলেছেন, ''আল জাজিরা যে প্রতিবেদন তৈরী করতে ২ থেকে ৪ বছর সময় নিল সেই প্রতিবেদন ভিত্তিহীন বলতে বাংলাদেশের সাংবাদিকেরা ২ থেকে ৪ ঘন্টা সময় নিল, সত্যিই এটা বাংলাদেশের জন্য লজ্জাকর।''
ফ্যাক্ট চেক:
বাংলাদেশ সাংবাদিকদের নিয়ে ড. ইউনুস আনলেই এমন মন্তব্য করছেন কি না তা জানতে চেয়ে অনেকে বুম বাংলাদেশের কাছে মেসেজ পাঠিয়েছেন। বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরায় 'অল দ্যা প্রাইম মিনিস্টারস ম্যান' শীর্ষক প্রতিবেদন প্রকাশ হওয়ার পর ড. মুহাম্মদ ইউনুস এরূপ মন্তব্য করেছেন বলে কোন খবর সম্প্রতি কোন সংবাদমাধ্যমে আসেনি।
তাছাড়া ড. মুহাম্মদ ইউনুসের ভেরিফায়েড ফেসবুক পেজ ঘেটেও সাম্প্রতিক এমন কোন মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ড. ইউনুস আল জাজিরা প্রতিবেদন কিংবা বাংলাদেশের সাংবাদিকতা নিয়ে কোন মন্তব্য করলে তা মূলধারার সংবাদমাধ্যমের চোখ এড়ানোর কথা নয়। তাছাড়া যেসব ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে তার নামে মন্তব্যটি ছড়ানো হচ্ছে সেগুলোতেও এই মন্তব্যের স্থান, কাল বা সূত্র কিছুই উল্লেখ নেই।
সুতরাং বুম বাংলাদেশ ড. ইউনুসের নামে ছড়ানো এই মন্তব্যটিকে ভুয়া ও ভিত্তিহীন বলে চিহ্নিত করছে।