বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও প্রেস বিজ্ঞপ্তিটি ভুয়া বলে জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি প্রেস বিজ্ঞপ্তি পোস্ট করে বলা হচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩০ ডিসেম্বর ‘EidgahNews.Com - ঈদগাঁও নিউজ’ নামক পেজ থেকে প্রেস বিজ্ঞপ্তিটি পোস্ট করা হয়। পোস্টে উল্লেখ করা হয়, “স্থগিত। তবে---”। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। মূলধারার গণমাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রাম স্থগিত করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর ভেরিফাইড ফেসবুক পেজ থেকেও প্রেস রিলিজটি ভুয়া বলে জানানো হয়েছে। তবে সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জরুরী বৈঠক শেষে জানানো হয়েছে, ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ না করার সিদ্ধান্ত হলেও ৩১ ডিসেম্বরের সমাবেশ শহীদ মিনারে হবে।
বিষয়টি নিয়ে কি-ওয়ার্ড সার্চ করে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মূল ধারার গণমাধ্যম সহ গ্রহণযোগ্য কোনো মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রাম স্থগিত করার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে, কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে দৈনিক ‘জনকণ্ঠ’-এর অনলাইন সংস্করণে “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্যাডে ভুয়া বিজ্ঞপ্তি প্রকাশ” শিরোনামে আলোচ্য স্থগিতের তথ্যের প্রেস রিলিজটির ছবি সহ প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজে প্রকাশিত তথ্যের বরাতে প্রেস রিলিজটির বিষয়ে উল্লেখ করা হয়, এটি একটি ভুয়া প্রেস রিলিজ, সংগঠনটির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। প্রতিবেদনটির স্ক্রিনশটের কোলাজ দেখুন--
প্রাপ্ত তথ্য অনুযায়ী সার্চ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে আলোচ্য প্রেস বিজ্ঞপ্তিটি সহ একটি পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, 'এই প্রেস রিলিজটি ভূয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমন কোন বিজ্ঞপ্তি দেইনি। আমরা ১২ টায় সংবাদ সম্মেলন করে আমাদের পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দিবো।' পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রাম স্থগিতের তথ্যযুক্ত বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজটি ভুয়া।
উল্লেখ্য, ৩১ ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রাম স্থগিত না হলেও ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে গণমাধ্যমে সংবাদ পাওয়া গেছে। দৈনিক সমকালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, 'সোমবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর বাংলা মোটরে রূপায়ন সেন্টারে সংগঠনের সভায় এ সিদ্ধান্ত হয়েছে।.... তবে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ প্রকাশ অনুষ্ঠান স্থগিত করা হলেও শহীদ মিনারে সমাবেশ হবে বলে জানা গেছে।'
সুতরাং সামাজিক মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩১ ডিসেম্বরের শহীদ মিনারের প্রোগ্রাম স্থগিত করা হয়েছে মর্মে ভুয়া ও বানোয়াট একটি বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।