এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে ভুয়া রুটিন প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন এখনো প্রকাশিত হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পরীক্ষার রুটিনের ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, এটি ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১০ ডিসেম্বর 'Bankal Coaching Center/BCC' নামের পেজ থেকে ছবিটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "২০২৪ সালের এস.এস.সি পরীক্ষার রুটিন।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাাবিটি সঠিক নয়। ববং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিনকে এডিট করে আলোচ্য রুটিনটি তৈরি করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা এর ওয়েবসাইটে গিয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন খুঁজে পাওয়া যায়নি। তবে, ফেসবুক ও বিভিন্ন অনলাইন মাধ্যমে ২০২৪ সালের দাবিতে যে এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে সেটি ভুয়া বলে একটি বিজ্ঞপ্তি খুঁজে পাওয়াা যায়। বিজ্ঞপ্তিটির স্ক্রিনশট দেখুন--
আলোচ্য রুটিন এবং শিক্ষাবোর্ডে প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষা এই রুটিনের সঙ্গে সাদৃশ্য:
কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে ওই ওয়েবসাইটে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত রুটিন খুঁজে পাওয়া যায়। শিক্ষাবোর্ডে প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষা এই রুটিনের সঙ্গে আলোচ্য রুটিনের মধ্যে তারিখ ছাড়া অন্যান্য বিষয়গুলোর সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। নিচে এডিট করে বানানো ভুয়া রুটিন (বামে) এবং ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিনের (ডানে) মধ্যে পার্থক্য দেখুন--
পাশাপাশি এডিটেড এবং অরিজিনাল ছবিতে পরীক্ষার তারিখ ছাড়া অন্যসব বিষয়গুলোতে মিল খুঁজে পাওয়া যায়। রুটিনটির স্মারক নং (১), বিষয় ও সময় (২), বিষয় কোড (৩), বিষয় ও সময় (৪), স্বাক্ষর (৫) এবং বিষয় কোড (৬), এই ছয়টি জায়গায় হুবহু মিল রয়েছে।
রুটিন দুটির মধ্যে বৈসাদৃশ্য:
আলোচ্য রুটিন এবং শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ২০২৩ সালের এসএসসি পরীক্ষা রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, আলোচ্য রুটিনের দুইটি জায়গায় এডিট করা হয়েছে। রুটিন প্রকাশ হওয়ার তারিখ (১) এবং পরীক্ষার তারিখ ও দিন (২), এই দুটি জায়গায় এডিট করে পরিবর্তন করা হয়েছে। আলোচ্য রুটিনটির কোথায় কোথায় এডিট করে কী কী পরিবর্তন আনা হয়েছে তা বুঝতে নিচে দেয়া দুটি ছবির মধ্যে তুলনা দেখুন (বাম পাশের ছবিটি ফেক ও ডান পাশের ছবিটি অরিজিনাল)--
অর্থাৎ ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে ছড়ানো রুটিনটি ২০২৩ সালের এসএসসি পরীক্ষার রুটিনকে এডিট করে তৈরি করা হয়েছে। উল্লেখ্য ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন এখনো প্রকাশ করা হয়নি।
সুতরাং ২০২৪ সালের এসএসসি পরীক্ষার রুটিন দাবিতে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে, তা বিভ্রান্তিকর।