তারেক রহমানের সম্পাদিত ছবি দিয়ে আরটিভির নামে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আরটিভির ফরম্যাটে তৈরিকৃত আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।

সামাজিক মাধ্যম ফেসবুকে আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসির সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিযুক্ত একটি ফটোকার্ড পোস্ট বলে হচ্ছে, বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি-তে "খালেদা জিয়াকে দেখতে লন্ডনে তারেকের বাসায় মেসি। আগামী নির্বাচনে বিএনপির প্রচারণায় বাংলাদেশে আসবেন এই আর্জেন্টাইন তারকা" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হয়েছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
এছাড়াও একই ছবি যুক্ত করে যমুনা টেলিভিশনের লোগো যুক্ত করেও একই দাবি প্রচার করা হয়েছে। দেখুন এখানে।
গত ২১ জানুয়ারি 'ময়মনসিংহ জেলা ছাত্র দল' নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করা হয়েছে। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--

ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। তারেক রহমানের একটি সম্পাদিত ছবি যুক্ত করে বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি এর ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচ্য ফটোকার্ডটি আরটিভি'র তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ (২০ জানুয়ারি) অনুযায়ী আরটিভির'র ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে এ জাতীয় কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। তবে তাদের ভেরিফাইড পেজে একই দিনে তারেক রহমানকে নিয়ে ভিন্ন শিরোনামের সংবাদের একটি ফটোকার্ড পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া তারেক রহমানের ভিন্ন একটি ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--

এছাড়াও আরটিভি'র ভেরিফাইড ফেসবুক পেজে গত ২০ জানুয়ারি আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে একটি পোস্ট পাওয়া যায়। এতে উল্লেখ করা হয়, 'আগামী নির্বাচনে বিএনপির প্রচারণায় বাংলাদেশে আসবেন আর্জেন্টাইন তারকা মেসি' শীর্ষক কোনো সংবাদ কিংবা ফটোকার্ড 'আরটিভি' প্রকাশ করেনি। পোস্টটির স্ক্রিনশট দেখুন--

এদিকে, লিওনেল মেসি'র সাথে তারেক রহমানের আলোচ্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে ''অফসাইড প্লাস" নামক একটি ক্রীড়া বিষয়ক সাইটের একটি নিবন্ধে মূল ছবিটি পাওয়া যায়। এতে দেখা যায় মূল ছবিতে লিওনেল মেসির সাথে তারেক রহমান নয় বরং আজারবাইজানের 'Adnan Ahmadzada' নামের একজন শিল্প উদ্যোক্তা রয়েছেন। নিবন্ধটির স্ক্রিনশট দেখুন--

একইভাবে বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশনের ভেরিফাইড ফেসবুক পেজেও এ সংক্রান্ত কোনো ফটোকার্ড কিংবা অন্যান্য সংস্করণে এই শিরোনামের কোনো খবর পাওয়া যায়নি।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ড দুইটি সংশ্লিষ্ট গণমাধ্যমের ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে এবং লোগো যুক্ত করে সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য সার্চ করে যমুনা টেলিভিশন, আরটিভি সহ দেশি-বিদেশী কোনো গণমাধ্যমের কোনো সংস্করণেই আলোচ্য 'আগামী নির্বাচনে বিএনপির প্রচারণায় বাংলাদেশে আসবেন আর্জেন্টাইন তারকা মেসি' সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। আর মেসির সাথে তারেক রহমানের আলোচ্য ছবিটিও মেসির সাথে ভিন্ন এক ব্যক্তির ছবি সম্পাদনার মাধ্যমে তৈরি করা হয়েছে।
সুতরাং সম্পাদিত ছবি যুক্ত করার মাধ্যমে আরটিভি'র ফটোকার্ড ফরম্যাট ব্যবহার করে ভুয়া তথ্য প্রচার করা হচ্ছে; যা বিভ্রান্তিকর।