ফেরদৌস পূর্ণিমাকে নিয়ে গণমাধ্যমের লোগোসহ ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, নিজেদের ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে ঢাকা মেইল।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ফটোকার্ড পোস্ট করে দাবি করা হচ্ছে, অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের পক্ষ থেকে "ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা" শিরোনামে একটি সংবাদের ফটোকার্ড প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১ ডিসেম্বর 'Abdur Rahman Zobayer' নামে একটি ফেসবুক আইডি থেকে একটি ফটোকার্ড পোস্ট করে লেখা হয়, "হায়রে সাংবাদিক"। উক্ত পোস্টে অনলাইন পোর্টাল ঢাকা মেইলের লোগোযুক্ত একটি ফটোকার্ড যুক্ত করা হয়। ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। অনলাইন নিউজ পোর্টাল ঢাকা মেইলের লোগো ব্যবহার করে তৈরি করা ওই ফটোকার্ডটি ঢাকা মেইলের তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
কি-ওয়ার্ড সার্চ করে অনলাইন পোর্টাল ঢাকা মেইলের ওয়েবসাইটে "ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্বিত পূর্ণিমা" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ডে দেখানো ছবিসহ ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। স্ক্রিনশট দেখুন--
এদিকে, অনলাইন পোর্টাল ঢাকা মেইলের ফেসবুক পেজে সার্চ করে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায় যেখানে, ঢাকা মেইল আলোচ্য পোস্টের ফটোকার্ডটিকে এডিটেড বলে সাব্যস্ত করেছে। ওই পোস্টে ঢাকা মেইল তাদের বানানো মূল ফটোকার্ডটির লিংকও শেয়ার করেছে। ঢাকা মেইলের ফেসবুক পোস্টটি দেখুন--
ঢাকা মেইলের শেয়ার করা লিংকে দেখানো ফটোকার্ডটি দেখুন--
অর্থাৎ অনলাইন পোর্টাল ঢাকা মেইলে "ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্বিত পূর্ণিমা" শিরোনামে প্রচারিত একটি প্রতিবেদন ফেসবুকে প্রচারের উদ্দেশ্যে তৈরি ফটোকার্ডকে এডিট করে "ফেরদৌস মনোনয়ন পাওয়ায় গর্ভবতী পূর্ণিমা" লিখে ফটোকার্ডটির বিকৃত একটি ভার্সন ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং ঢাকা মেইলের লোগো যুক্ত করে অনলাইন পোর্টালটির বানানো মূল ফটোকার্ডটিকে বিকৃত করে প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।