নুরের বক্তব্য নিয়ে প্রথম আলোর লোগো যুক্ত ফটোকার্ডটি নকল
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া বলে নিজেদের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে প্রথম আলো।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি থেকে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ভারত প্রসঙ্গে বলেছেন, ″আপনারাও ভারতীয় হাইকমিশনে হামলা করুন, এখন শুধু মারের বদলে মার হবে।" এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২ ডিসেম্বর 'Asif Mahmud Tareq' নামের একটি ফেসবুক একাউন্ট থেকে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "ভারত প্রসঙ্গে নুরুল হক নুর আপনারাও ভারতীয় হাইকমিশনে হামলা করুন, এখন শুধু মারের বদলে মার হবে।"। নিচে ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি নকল। মূলধারার সংবাদমাধ্যম দৈনিক প্রথম আলো নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে।
বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে আলোচ্য দাবির প্রেক্ষিতে কোনো প্রতিবেদন প্রথম আলোর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি নির্ভরযোগ্য অন্য গণমাধ্যমেও এ ধরণের কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
পরে আরো কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে আলোচ্য ফটোকার্ডটির ব্যাপারে বলা হয়, "প্রথম আলোর নামে ছড়ানো এই তথ্য ও কার্ডটি ভুয়া। বিভ্রান্তি এড়াতে আমাদের ভেরিফায়েড ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন।" পোস্টটি দেখুন--
অর্থাৎ প্রথম আলোর লোগো ব্যবহার করে ভিত্তিহীন তথ্য যুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে। প্রথম আলো নুরুল হক নুরের ব্যাপারে এমন কোনো খবর কিংবা ফটোকার্ড প্রকাশ করেনি। উল্লেখ্য, গত ২ ডিসেম্বর আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়।
সুতরাং প্রথম আলোর লোগো ব্যবহার করে ভিত্তিহীন তথ্য যুক্ত নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।