সময় টিভির ফটোকার্ডের আদলে ভুয়া ফটোকার্ড তৈরি করে ফেসবুকে প্রচার
আলোচ্য ফটোকার্ডটি সময় টিভির তৈরি করা নয় বলে বুম বাংলাদেশকে গণমাধ্যমটির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে বলা হচ্ছে, নায়িকা পরিমনিকে বিয়ে করতে চেয়েছেন আর্জেন্টাইন ফুটবলার এমিলিয়ানো মার্টিনেজ। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ২৭ এপ্রিল 'Dilruba Asma vlogs' নামের একটি ফেসবুক পেজ থেকে সময় টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড শেয়ার করে বলা হয়, "খারাপ হইত না পরিমনি এখন সিঙ্গেল 😂😂"। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "পরি মনিকে বিয়ে করতে চান আর্জেন্টাইন বাজপাখি"। এছাড়াও, উক্ত ফটোকার্ডে ২৫ এপ্রিল, ২০২৪ লেখা থাকতে দেখা যায়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি সঠিক নয় বরং সময় টিভির লোগো ব্যবহার করে কেউ এটি তৈরি করে ফেসবুকে প্রচার করছে। আলোচ্য ফটোকার্ডটির লেখার ফন্ট এবং তারিখ লেখার ধরণ সময় টিভির ফটোকার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া সময় টিভির অনলাইনের সম্পাদক মাহফুজুর রহমানও আলোচ্য ফটোকার্ডটি তাদের তৈরি নয় বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
প্রথমে সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে সার্চ করে ২৫ এপ্রিল, ২০২৪ তারিখে বা উক্ত তারিখের আগে বা পরে আলোচ্য ফটোকার্ডের মত কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
আবার কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত তথ্য সংশ্লিষ্ট কোনো খবরও সময় টিভির ওয়েবসাইটে খুঁজে পাওয়া যায়নি।
পরে আলোচ্য ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে সময় টিভির ফটোকার্ডের লেখার ফন্ট এবং আলোচ্য ফটোকার্ডের লেখার ফন্টের ভিতরে অমিল পরিলক্ষিত হয়। এছাড়া আলোচ্য ফটোকার্ডের তারিখ লেখার ধরণও সময় টিভির অরিজিনাল ফটোকার্ডের থেকে আলাদা। নিচে আলোচ্য ফটোকার্ডটি (বামে) এবং সময় টিভির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রচারিত একটি ফটোকার্ড (ডানে) দেখুন পাশাপাশি--
এদিকে, আলোচ্য ফটোকার্ডটি ফেসবুকে ছড়িয়ে পড়লে ফটোকার্ডটির ব্যাপারে জানতে সময় টিভির সাথে যোগাযোগ করে বুম বাংলাদেশ। গণমাধ্যমটির অনলাইন বিভাগের সম্পাদক মাহফুজুর রহমান আলোচ্য ফটোকার্ডটি সময় টিভির বানানো নয় বলে নিশ্চিত করেছেন।
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি সময় টিভির বানানো নয়। সময় টিভির লোগো যুক্ত করে এটি তৈরি করা হয়েছে।
সুতরাং সময় টিভির লোগো যুক্ত করে ভুয়া ফটোকার্ড বানিয়ে বিভ্রান্তিকর দাবিতে ফেসবুকে প্রচার করা হচ্ছে।