প্রথম আলো ও ডেইলি স্টারের নামে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডের আদলে তৈরি করা ছবিগুলো তাদের বানানো নয় বলে নিশ্চিত করেছে প্রথম আলো ও ডেইলি স্টার।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা প্রথম আলো এবং ডেইলি স্টারের লোগোযুক্ত ফটোকার্ড পোস্ট করা হচ্ছে। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, ভারতীয় সিনেমায় সমকামী চরিত্রে অভিনয়ের জন্য বাঁধনকে গ্রেফতারের দাবি ইসলামি ঐক্যজোটের। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ২৭ সেপ্টেম্বর 'Zahid Bin Aziz' নামে একটি ফেসবুক একাউন্ট থেকে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। ফটোকার্ডটিতে লেখা থাকতে দেখা যায়, "ভারতীয় সিনেমায় সমকামী চরিত্রে অভিনয়ের জন্য বাঁধনকে গ্রেফতারের দাবি ইসলামি ঐক্যজোটের"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
একই ছবিসহ প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি ছবিসহ করা পোস্টের স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য ফটোকার্ডগুলো নকল এবং আলোচ্য তথ্যও সঠিক নয়। প্রথম আলো এবং ডেইলি স্টারের লোগো ব্যবহার করে তাদের ফটোকার্ডের আদলে তৈরি করা ছবিগুলো তাদের বানানো নয় বলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে নিশ্চিত করেছে পত্রিকা দুটি।
আলোচ্য ফটোকার্ডটি প্রথম আলো বা ডেইলি স্টারের বানানো কি না জানতে কি-ওয়ার্ড সার্চ করে এরকম কোনো ফটোকার্ড খুঁজে পাওয়া যায়নি।
পাশাপাশি কি-ওয়ার্ড সার্চ করে এ সংক্রান্ত কোনো খবর প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকায় কিংবা অন্যকোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
তবে, ডেইলি স্টারের ফেসবুক পেজে একটি ফটোকার্ড খুঁজে পাওয়া যায়। ফটোকার্ডটিতে আলোচ্য ছবিটির ব্যাপারে বলতে দেখা যায়, ডেইলি স্টারের নামে ছড়ানো এই কার্ড ও তথ্য নকল। ডেইলি স্টারের ফেসবুক পেজের পোস্টটি দেখুন--
একই বিষয়ে প্রথম আলোর করা ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ড ডেইলি স্টার বা প্রথম আলোর তৈরি নয়। বরং ডেইলি স্টার ও প্রথম আলোর লোগো ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য সহ ফটোকার্ডটি তৈরি করে ফেসবুকে প্রচার করা হচ্ছে।
সুতরাং ডেইলি স্টার ও প্রথম আলোর নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্যসহ ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে।