মির্জা ফখরুলের উক্তি দিয়ে প্রথম আলোর ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, বিএনপি নেতা মির্জা ফখরুলের এ ধরণের উক্তি দিয়ে কোনো ফটোকার্ড তৈরি করেনি প্রথম আলো।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে বলা হচ্ছে, আগামী ১৮ অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পড়বো। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ অক্টোবর '71 TV' নামক একটি পেজ থেকে প্রথম আলোর লোগো যুক্ত করে তৈরি একটি গ্রাফিক ছবি পোস্ট করা হয়। ওই গ্রাফিক পোস্টে লেখা থাকতে দেখা যায়, "আগামী ১৮ অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পড়বো: মির্জা ফখরুল।" নিচে পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, প্রথম আলোর লোগো ব্যবহার করে তৈরি ডিজিটাল কার্ডের অনুরূপ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনো বক্তব্য গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এমনকি বিএনপি এবং বিএনপি সংশ্লিষ্ট ভেরিফাইড ফেসবুক পেইজগুলোতেও এমন কোনো বিবৃতি খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, এ ধরণের কোনো উক্তি নিয়ে ডিজিটাল কার্ড তৈরি বা প্রচার করেনি বলে নিশ্চিত করেছে প্রথম আলো।
কি-ওয়ার্ড সার্চ করে "আগামী ১৮ অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পড়বো" এই সংশ্লিষ্ট কোন প্রতিবেদন মূলধারার গণমাধ্যম, বিএনপির ভেরিফাইড ফেসবুক পেইজ, বিএনপির ভেরিফাইড মিডিয়া সেল পেইজ এ খুঁজে পাওয়া যায়নি। তবে, "সরকারকে পদত্যাগে সর্বশেষ আল্টিমেটাম দেবে বিএনপি" শিরোনামে একটি ডয়চে ভেলে’র এক প্রতিবেদনে বলা হয়, "ঢাকায় ১৮ অক্টোবরের সমাবেশ থেকে সরকারকে পদত্যাগের সময় বেধে সর্বশেষ আল্টিমেটাম দেবে বিএনপি। ২৪ অক্টোবরের পর ঢাকায় আরেকটি সমাবেশ করে চূড়ান্ত আন্দোলনে নামবে দলটি।" যদিও প্রতিবেদনটি কোথাও সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পড়বো- এমন কোনো বক্তব্য উল্লেখ করা হয়নি। স্ক্রিনশট দেখুন--
এদিকে, প্রথম আলোর লোগো যুক্ত করে আলোচ্য দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়লে সার্চ করে প্রথম আলোর ওয়েবসাইটে এ ব্যাপারে কোন প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে গণমাধ্যমটির ফেসবুক পেজে গত ১৭ অক্টোবর একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। সেখানে আলোচ্য ডিজিটাল কার্ডটিকে নকল ও মিথ্যা প্রচারণা বলে নিশ্চিত করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ ১৮ অক্টোবরের সমাবেশে সরকারের পতন ঘটাতে না পারলে হাতে চুড়ি পড়বো- এমন কোনো বক্তব্য দেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এমন বক্তব্য সম্বলিত প্রথম আলোর ডিজিটাল কার্ড তৈরির বিষয়টি ভিত্তিহীন।
সুতরাং মির্জা ফখরুলের বরাতে বানোয়াট বক্তব্য নিয়ে প্রথম আলোর লোগো ব্যবহার করে ডিজিটাল কার্ড বানিয়ে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।