ডেইলি স্টারের লোগো যুক্ত করে ইইউকে নিয়ে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি ডেইলি স্টারের তৈরি নয় বলে এক ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে পত্রিকাটি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ খুশি হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ জানুয়ারি 'Fact Checked Bangladesh' নামে একটি ফেসবুক পেজে দৈনিক পত্রিকা ডেইলি স্টারের লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হয়। উক্ত ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "সারা দেশের নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ করে সন্তোষজনক ফলাফল পেয়ে খুশি-ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। ডেইলি স্টার বাংলার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তারা তৈরি করেনি বলে নিশ্চিত করেছে পত্রিকাটি।
বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ'র পক্ষ থেকে দেওয়া এরকম কোনো বক্তব্য নিয়ে কোনো খবর ডেইলি স্টারের ওয়েবসাইটে এবং অন্য কোনো গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
আরো সার্চ করে ডেইলি স্টার বাংলার ফেসবুক পেজে গতকাল ৭ জানুয়ারি করা একটি ফেসবুক পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে জানানো হয়, ডেইলি স্টারের নামে ছড়ানো ওই ছবিটি ভুয়া এবং ডেইলি স্টারের তৈরি নয়। ডেইলি স্টার বাংলার ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ দৈনিক পত্রিকা ডেইলি স্টারের লোগো ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য দাবি করে একটি ভুয়া বক্তব্য জুড়ে দিয়ে তৈরি ওই ফটোকার্ডটি পত্রিকাটি তৈরি করেনি বরং তা ভুয়া।
সুতরাং ডেইলি স্টারের লোগো ব্যবহার করে ইউরোপীয় ইউনিয়নের বক্তব্য হিসেবে দাবি করে ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।