কোটা আন্দোলন নিয়ে প্রথম আলোর নামে ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য ফটোকার্ডটি প্রথম আলোর নয় বলে পত্রিকাটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক ও আইডি ও গ্রুপে দেশের শীর্ষস্থানীয় পত্রিকা প্রথম আলোর লোগো যুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে, যেখানে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর উদ্ধৃতি দিয়ে লেখা রয়েছে "সরকারকে বেকায়দায় ফেলতেই সাধারণ শিক্ষার্থীদের মাঝে আমাদের লোক ঢুকিয়েছে, এখন সরকার ছুটি দিয়েছে আমাদের লোকগুলো কাদের ঘাড়ে পা দিয়ে সন্ত্রাস করবে?” এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
গত ১৭ জুলাই 'Supporters of Bangladesh Awami League' নামের একটি গ্রুপে 'Rafiqul Islam Hriday' নামের একটি অ্যাকাউন্ট থেকে এমন একটি ফটোকার্ড পোস্ট করা হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে নিশ্চিত করা হয়েছে।
কি-ওয়ার্ড সার্চ করে আলোচ্য ফটোকার্ডে উল্লিখিত তথ্যের ব্যাপারে কোনো সংবাদ বা সংবাদের আর্কাইভ প্রথম আলোর অনলাইন সংস্করণ বা ভেরিফায়েড ফেসবুক পেজে খুঁজে পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এমন খবর খুঁজে পাওয়া যায়নি।
এদিকে, প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে ১৭ জুলাই একটি পোস্ট করে প্রথম আলোর নামে ছড়ানো এই ফটোকার্ডটি ভুয়া প্রচারণা বলে উল্লেখ করে আলোচ্য ফটোকার্ডের ছবি ও তথ্য নকল বলে নিশ্চিত করা হয়েছে। প্রথম আলোর ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ ফটোকার্ডটি প্রথম আলো পত্রিকার বানানো নয় বরং প্রথম আলোর লোগো যুক্ত করে এটি তৈরি করে প্রচার করা হচ্ছে।
সুতরাং প্রথম আলোর লোগো যুক্ত করে ফটোকার্ডের ন্যায় বানিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর নাম জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।