সজীব ওয়াজেদ জয়'কে নিয়ে যমুনার লোগোযুক্ত ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, যমুনা টিভির লোগোযুক্ত আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।
সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে জনরোষের মুখে ভারতে পালিয়ে যাওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বরাতে লেখা রয়েছে, "আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই - যমুনা টিভিকে জয়।" একই সংবাদ টেক্সট আকারেও যমুনা টিভির সূত্রে প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১৩ সেপ্টেম্বর 'The Daily 92' নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করা হয়। এতে উল্লেখ করা হয়, "আমার মা মানসিকভাবে এখন অসুস্থ। তার কলরেকর্ডকে গুরুত্ব দেওয়ার কিছু নেই : যমুনা টিভিকে জয়............"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি নকল। বেসরকারি সম্প্রচার মাধ্যম যমুনা টিভি'র ফটোকার্ডের আদলে সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। আলোচ্য ফটোকার্ডটি যমুনা টিভি'র তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
যমুনা টিভি'র ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে এ জাতীয় কোনো ফটোকার্ড কিংবা গণমাধ্যমটির অনলাইন সহ কোনো সংস্করণেই এরকম কোনো খবর পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো গণমাধ্যমেও এজাতীয় কোনো সংবাদ পাওয়া যায়নি।
এছাড়াও যমুনা টিভির ফটোকার্ডের সাথে আলোচ্য ফটোকার্ডটির ফন্ট, শব্দের ব্যবহারসহ বেশকিছু ক্ষেত্রে অমিল পাওয়া গেছে। যমুনা টিভির ফটোকার্ডের (বাম) সাথে আলোচ্য ফটোকার্ডটির (ডানে) অমিল দেখুন--
এদিকে যমুনা টিভি'র ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে আজ ১৪ সেপ্টেম্বর আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে 'যমুনা টিভি এমন কোনো সংবাদ প্রচার করেনি; গুজবে বিভ্রান্ত হবেন না' লেখা সম্বলিত একটি ফটোকার্ড যুক্ত পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ আলোচ্য ফটোকার্ডটি যমুনা টিভি'র ফটোকার্ড সম্পাদনা করে তৈরি করা হয়েছে। এছাড়াও যমুনা টিভি সহ কোনো গণমাধ্যমেই আলোচ্য দাবি সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
সুতরাং সামাজিক মাধ্যমে যমুনা টিভি'র একটি ফটোকার্ডকে বিকৃত করে ভুল তথ্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।