যুবদল সভাপতির উক্তি নিয়ে কালবেলার নামে ভুয়া ফটোকার্ড প্রচার
কালবেলার নামে ভাইরাল হওয়া এই ফটোকার্ডটি নকল বা ভুয়া বলে বুম বাংলাদেশকে নিশ্চিত করেছে গণমাধ্যমটি।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ ও গ্রুপে দৈনিক কালবেলার লোগোযুক্ত একটি গ্রাফিক কার্ড পোস্ট করা হচ্ছে। যেখানে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বলা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বিএনপিকে উপরে তুলে দিয়ে এখন মই সরিয়ে নিয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ৩০ অক্টোবর 'ছাত্রলীগ নিউজ -Chattraleague News' নামক একটি পেজ থেকে ফটোকার্ডটি পোস্ট করে বলা হয়, "পিটার হাস আমাদের ওপরে তুলে মই সরিয়ে নিয়েছে: সুলতান সালাউদ্দিন টুকু, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।" নিচে স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দৈনিক কালবেলা এমন কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এমনকি যুবদল সভাপতির বরাতে ফটোকার্ডে উল্লেখিত বক্তব্য তিনি দিয়েছেন এমন খবর অন্য সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায় নি। এ ব্যাপারে কালবেলার সাথে যোগাযোগ করা হলে, গণমাধ্যমটি ফটোকার্ডটিকে ভুয়া বলে চিহ্নিত করেছে।
আলোচ্য ফটোকার্ডটি প্রকাশের তারিখ ২৮ অক্টোবর, ২০২৩ দেওয়া আছে। কি-ওয়ার্ড সার্চ করে দৈনিক কালবেলার ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজে উক্ত তারিখ এবং সাম্প্রতিক তারিখের সংবাদ সন্ধান করে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
কি-ওয়ার্ড সার্চ করে ফটোকার্ডে প্রকাশিত যুবদল সভাপতির এমন বক্তব্য সংক্রান্ত খবর অন্য সংবাদমাধ্যমেও খুঁজে পাওয়া যায় নি।
আলোচ্য ফটোকার্ডের ব্যাপারে কালবেলার সাথে যোগাযোগ করা হলে পত্রিকাটির ডিজিটাল প্ল্যাটফর্মের এডিটর পলাশ মাহমুদ বুম বাংলাদেশকে বলেন, আলোচ্য ফটোকার্ডটি ভুয়া। কালবেলার লোগো ব্যবহার করে ও কার্ড নকল করে আলোচ্য কার্ডটি তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।
অর্থাৎ দৈনিক কালবেলা পত্রিকা এমন কোনো ফটোকার্ড তৈরি বা খবর প্রকাশ করেনি।
সুতরাং কালবেলার লোগো যুক্ত করে ভুয়া তথ্য দিয়ে বানানো ফটোকার্ড প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।