রুমিন ফারহানাকে নিয়ে প্রথম আলোর লোগোসহ তৈরি ফটোকার্ডটি ভুয়া
বুম বাংলাদেশ দেখেছে, প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করে ফটোকার্ডটি তাদের তৈরি নয় বলে নিশ্চিত করেছে।
সামাজিক মাধ্যম ফেসবুকে বিএনপি নেত্রী রুমিন ফারহানার ছবিসহ দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে, যেখানে লেখা রয়েছে রুমিন ফারহানার একটি ভিডিও ভাইরাল। এরকম একটি পোস্ট দেখুন এখানে।
গত ১৯ সেপ্টেম্বর 'রুবাইয়া জাহান মিম' নামে একটি ফেসবুক পেজে একটি ফটোকার্ড পোস্ট করা হয়। দৈনিক পত্রিকা প্রথম আলোর লোগোসহ ওই ফটোকার্ডে লেখা থাকতে দেখা যায়, "এমপি রুমিনের ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল। বিস্তারিত কমেন্টে"। স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ পোস্টে যুক্ত ফটোকার্ডটি প্রথম আলো পত্রিকার বলে দাবি করা হচ্ছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি প্রথম আলোর বানানো নয় বরং এটি ভুয়া। প্রথম আলো পত্রিকার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে পোস্ট করে ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে নিশ্চিত করা হয়েছে।
প্রথম আলোর ভেরিফায়েড ফেসবুক পেজ সার্চ করে একটি পোস্ট খুঁজে পাওয়া যায়, যেখানে আলোচ্য ফটোকার্ডটি তাদের বানানো নয় বলে জানানো হয় এবং এটি মিথ্যা প্রচারণা বলে উল্লেখ করা হয়। ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থাৎ ফটোকার্ডটি প্রথম আলোর বানানো নয় বরং এটি ভুয়া।
এছাড়া বিভিন্ন কি-ওয়ার্ড ধরে সার্চ করে বিএনপি দলীয় সাবেক এমপি রুমিন ফারহানার ৫৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল হওয়া নিয়ে কোনো খবর গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং প্রথম আলোর লোগো যুক্ত করে ভুয়া ফটোকার্ড তৈরি করে বিএনপি নেত্রী রুমিন ফারহানার নামে অমর্যাদাকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।