পাকিস্তানে মাকে বিয়ে করার ঘটনা ঘটেছে বলে ভুয়া তথ্য প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, পাকিস্তানের আব্দুল আহাদ নামে এক তরুণ সম্প্রতি তার মায়ের বিয়ের আয়োজন করেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে একটি ছবি পোস্ট করে বলা হচ্ছে, পাকিস্তানে এক ছেলে তার নিজের মাকে বিয়ে করেছেন। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১ জানুয়ারি '𝐊𝐚𝐥𝐲𝐚𝐧𝐢 𝐮𝐩𝐝𝐚𝐭𝐞(কল্যাণী)✅' নামে একটি ফেসবুক গ্রুপে 'Pradip Das' নামে একটি একাউন্ট থেকে পোস্ট করে লেখা হয়, "যেভাবে #মাদার৳#দ গালির উৎপত্তি হল!! এটা কিন্তু ব্যাপার পাকিস্তানে এইকাজ বেশরিয়তি বলে কেউ চিল্লাচ্ছে না, বরং প্রশংসা পাচ্ছে। তার মানে আম্মুকে নিকাহ করে ইয়ে করা ইস্লাম সম্মত 🤣🤣"। পোস্টটিতে একটি ছবিও যুক্ত করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পাকিস্তানের অধিবাসী আব্দুল আহাদ নামে এক তরুণ সম্প্রতি তার মায়ের বিয়ের আয়োজন সম্পন্ন করেন। এই ঘটনায় হওয়া সংবাদের ছবি ব্যবহার করে বিভ্রান্তিকরভাবে ছেলে মাকে বিয়ে করেছেন বলে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।
ঘটনার সত্যতা জানতে কি-ওয়ার্ড সার্চ করে ভারতীয় গণমাধ্যম দি ডেইলি গার্ডিয়ানের ওয়েবসাইটে গত ৩০ ডিসেম্বর "“Abdul, You Are A True Role Model”: Pakistani Son Wins Hearts By Organizing Mother’s Second Marriage" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, আব্দুল আহাদ নামে ওই তরুণ সম্প্রতি তার মায়ের বিয়ের আয়োজন করেন। নিজেরে ইন্সটাগ্রাম একাউন্টে সেই বিয়ের ভিডিও পোস্ট করেন তিনি। স্ক্রিনশট দেখুন--
উপরের প্রতিবেদন থেকে প্রাপ্ত সূত্রে muserft.ahad নামে একটি ইন্সটাগ্রাম একাউন্টে গিয়ে একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটিতে আব্দুল আহাদ নামের ওই যুবককে তার মায়ের সংগ্রাম, মায়ের সাথে বিভিন্ন স্মৃতি এবং তাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলতে শোনা যায়। ইন্সটাগ্রাম ভিডিওটি দেখুন--
ওই ইন্সটাগ্রাম একাউন্টটিতে সার্চ করে আলোচ্য ছবিটিও খুঁজে পাওয়া যায়। পোস্টটি দেখুন--
এছাড়াও পাকিস্তানি গণমাধ্যম পাকিস্তান অন পয়েন্ট, ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস এবং বিজনেস টুডে'র ওয়েবসাইটেও একই তথ্যসহ সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
অর্থাৎ আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। পাকিস্তানের তরুণ আব্দুল আহাদ সম্প্রতি তার মায়ের বিয়ের আয়োজন ও বিয়ে সম্পন্ন করেন। তিনি নিজের মাকে বিয়ে করেননি।
সুতরাং পাকিস্তানি তরুণের নিজের মায়ের বিয়ের আয়োজনের ঘটনাকে বিভ্রান্তিকরভাবে তার নিজের মাকে বিয়ে করার ঘটনা হিসেবে প্রচার করা হচ্ছে।