মামুনুল হকের গ্রেফতার হওয়ার ভুয়া খবর ভাইরাল
মুলধারার সংবাদমাধ্যম এবং মামুনুল হকের পরিবারের ভাষ্যমতে মামুনুল হক এখনো গ্রেফতার হননি।
সামাজিক মাধ্যমে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মামুনুল হকের গ্রেফতার হওয়ার খবর ছড়িয়েছে। দেখুন এমন কিছু পোস্ট এখানে, এখানে, এখানে এবং এখানে।
গতকাল 'হৃদয়ে যুবলীগ - Hridoye Jubo League' নামের একটি গ্রুপে মামুনুল হকের ছবি দিয়ে একটি পোস্ট করা হয় যার ক্যাপশনে দাবি করা হয়েছে, মোহাম্মদপুর থেকে মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। দেখুন স্ক্রিনশট--
আরও বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপে এ ধরনের খবর পোস্ট করা হয়েছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে বুধবার রাত পর্যন্ত মামুনুল হকের গ্রেফতার হওয়ার কোনো খবর পায়নি।
প্রথমত, মামুনুল হক গ্রেফতার হলে মূলধারার সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হতো। কিন্তু তেমন কোনো খবর পাওয়া যায়নি।
এছাড়া বুধবার দিবাগত রাতে সময় টিভির সর্বশেষ এক খবরে মামুনুল হকের গ্রেফতারের বিষয়ে বলা হয়, পুলিশের পক্ষ থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি। দেখুন--
এছাড়া মামুনুল হকের ভাগিনা এহসানুল হক একাধিক ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তার মামা মাওলানা মামুনুল হক এখনো গ্রেফতার হননি। আজ (৮ এপ্রিল) ভোর ৪টার দিকে একটি পোস্টের স্ক্রিনশট--
এছাড়া ১১ ঘন্টার আগের এক পোস্টে জানান, মাওলানা মামুনুল হকের গ্রেফতার হওয়ার খবরটি গুজব। দেখুন--
৮ এপ্রিল এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত মূলধারার কোনো সংবাদমাধ্যম, সরকারের কোনো এজেন্সি বা মামুনুল হকের পরিবার কিম্বা হেফাজতে ইসলামের পক্ষ থেকে তার গ্রেফতারের কোনো খবর জানানো হয়নি।