বিভ্রান্তিকর শিরোনামে সংগীতশিল্পী মমতাজের মৃত্যুর ভুয়া খবর প্রকাশ
বুম বাংলাদেশ দেখেছে, শিরোনামে সঙ্গীতশিল্পী মমতাজের মৃত্যুর খবর লেখা হলেও খবরের ভিতরে তার মায়ের মৃত্যুসংবাদ লেখা হয়েছে।
সামাজিক মাধ্যমে ফেসবুকের একটি পাবলিক গ্রুপে একটি আইডি থেকে অখ্যাত একটি অনলাইন পোর্টালের খবর শেয়ার করে বলা হয়, জনপ্রিয় সংগীতশিল্পী মমতাজ মারা গেছেন। এমন একটি ফেসবুক পোস্টটি দেখুন এখানে।
গত ১৭ জুলাই একটি পাবলিক গ্রুপে 'Md Aman' নামের একটি আইডি থেকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের খবর শেয়ার করে হয়, "মারা গেলেন জনপ্রিয় শিল্পী মমতাজ..!!"। হুবহু একই শিরোনামে খবরটি প্রকাশিত হয়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, খবরের শিরোনামে সংগীতশিল্পী ও জাতীয় সংসদের সদস্য এমপি মমতাজ বেগমের মৃত্যুর খবর লেখা হলেও খবরের ভিতরের অংশে তার মা উজালা বেগমের মৃত্যুসংবাদ লেখা হয়।
অখ্যাত ওয়েবসাইটে "মারা গেলেন জনপ্রিয় শিল্পী মমতাজ..!!" শিরোনামে গত ১৭ জুলাই খবরটি প্রকাশ করা হয়। কিন্তু খবরের ভিতরের অংশে লেখা হয় তাঁর মায়ের মৃত্যুখবর। স্ক্রিনশট দেখুন--
কী ওয়ার্ড সার্চ করে 'Dhaka Tribune' এর বাংলা সংস্করণে ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর 'ফোকসম্রাজ্ঞী মমতাজের মায়ের মৃত্যু' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বর সংগীতশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম মৃত্যুবরণ করেন। স্ক্রিনশট দেখুন---
মূলত একটি অখ্যাত অনলাইন পোর্টালে সংগীতশিল্পী মমতাজের মৃত্যুর ভুয়া সংবাদ শিরোনাম দিয়ে, খবরের ভিতরের অংশে ২০২১ সালে প্রকাশিত তার মায়ের মৃত্যুসংবাদটি নতুন করে প্রকাশ করা হয়েছে।
এদিকে, মমতাজ বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় একজন সংগীতশিল্পী ও জাতীয় সংসদ সদস্য, তাঁর মৃত্যু হলে দেশের মূলধারার সব গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার কথা। কিন্তু নানাভাবে সার্চ করেও তাঁর মৃত্যুর খবর কোন গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
অর্থ্যাৎ, প্রায় দুই বছর আগের সংগীতশিল্পী মমতাজের মায়ের মৃত্যুর খবরকে নতুন করে মমতাজের মৃত্যুর শিরোনাম দিয়ে প্রচার করা হচ্ছে।
সুতরাং বিভ্রান্তিকর শিরোনামে অখ্যাত অনলাইন পোর্টালের মাধ্যমে সংগীতশিল্পী মমতাজের মৃত্যুর ভুয়া খবর ফেসবুকে প্রচার করা হচ্ছে, যা ভিত্তিহীন।