নির্বাচন বাতিলের ভুয়া খবর ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, ভিডিওর ক্যাপশনে নির্বাচন বাতিলের ব্যাপারে লেখা হলেও ভিডিওর ভিতরের বিষয়বস্তুতে এরকম কোনো তথ্য নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে টেলিভিশন নিউজের আদলে তৈরি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, নির্বাচন বাতিল ঘোষণা করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ৬ ডিসেম্বর 'Padma TV' নামের একটি ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করে লেখা হয়, "নির্বাচন বা’তিল ষো’ষণা। মনোনয়পত্র বিক্রি স্থগিত।"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, দাবিটি সঠিক নয়। এছাড়াও, নির্বাচন বাতিলের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
আলোচ্য পোস্টের শিরোনামে নির্বাচন বাতিল ও মনোনয়নপত্র বিক্রি স্থগিত লেখা হলেও পুরো ভিডিওটি পর্যবেক্ষণ করে এ জাতীয় কোনো খবর বা তথ্য খুঁজে পাওয়া যায়নি।
এদিকে কি-ওয়ার্ড সার্চ করে বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইটে গত ১৬ নভেম্বর প্রকাশিত '৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন' শিরোনামে একটি সংবাদ প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। স্ক্রিনশট দেখুন--
মূলত ৭ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে গত ১৫ নভেম্বর আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। বিবিসি বাংলা সহ মূলধারার সব গণমাধ্যমে এই খবর গুরুত্বের সাথে প্রকাশিত হয়।
আরো সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভির অনলাইন ভার্সনে গত ১০ ডিসেম্বর "নির্বাচনে ভোট গ্রহণের সময় জানাল ইসি" শিরোনামে আরেকটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ আগে আগামী ৭ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করা হলেও নির্বাচনে ভোট গ্রহণের সময় জানানো হয় ১০ ডিসেম্বর। স্ক্রিনশট দেখুন--
তবে, বিভিন্ন গণমাধ্যমে নির্বাচনের তারিখ ঘোষণা, ভোটোগ্রহণের সময়কাল ইত্যাদি নিয়ে সংবাদ প্রচার করা হলেও নির্বাচন বাতিলের কোনো সংবাদ খুঁজে পাওয়া যায়নি। এছাড়াও, আলোচ্য পোস্টটি ৬ ডিসেম্বরের হলেও ১০ ডিসেম্বর নির্বাচন কমিশনকে আসন্ন নির্বাচনের ভোটগ্রহণের সময়কাল জানাতে দেখা যায়। তাই, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়।
সুতরাং নির্বাচন বাতিলের ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে ফেসবুকে; যা বিভ্রান্তিকর।