জিএম কাদেরকে 'গ্রেফতারের' ভুয়া খবর প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন বর্জন করেননি এবং তাকে গ্রেফতার করার তথ্যটিও ভিত্তিহীন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একাধিক পেজ থেকে টেলিভিশন খবরের আদলে তৈরি একটি ভিডিও পোস্ট করে দাবি করা হচ্ছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের নির্বাচন বর্জন করেছেন এবং এজন্য তাকে গ্রেফতার করা হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
গত ১৫ ডিসেম্বর 'Top News Today' নামের একটি পেজ থেকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, "নির্বাচন বর্জন করায় শেষ রক্ষা হলোনা জিএম কাদেরের || নতুন ঘোষণা দিলেন তারেক রহমান।" ভিডিওটির উপরে বড় লাল অক্ষরে লেখা রয়েছে, "নির্বাচন বর্জন করায় গ্রেফতার জিএম কাদের"। নিচে স্ক্রিনশট দেখুন--
ভিডিও প্রতিবেদনের দাবি:
ভিডিও প্রতিবেদনটিতে দাবি করা হচ্ছে, দলীয় সিদ্ধান্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে জাতীয় পার্টি। জাতীয় পার্টির চেয়ারম্যানকে এই মুহুর্তে গ্রেফতার করা হচ্ছে। তাকে গ্রেফতার করার মূল উদ্দেশ্য হলো নির্বাচনে আনা।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য দাবিটি সঠিক নয়। কোনো ধরণের তথ্যসূত্র ছাড়াই আলোচ্য প্রতিবেদনটি প্রচার করা হচ্ছে। জাতীয় পার্টি এখনো পর্যন্ত নির্বাচন বর্জন করার ঘোষণা দেয়নি এবং দলটির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের প্রার্থী জিএম কাদেরকে গ্রেফতারও করেনি পুলিশ।
কি-ওয়ার্ড সার্চ করে 'জাতীয় পার্টি নির্বাচন বর্জন করেছে' এমন কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, দলটির কয়েকজন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদন পাওয়া যায়।
তবে, কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে দলটি শেষ মূহুর্তে নির্বাচনে থাকার সিদ্ধান্ত নিয়েছে বলে প্রতিবেদন পাওয়া যায়। "জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না, জানালেন জি এম কাদের" শিরোনামে ৫ জানুয়ারি (নির্বাচনের দু’দিন আগে) বাংলা ভিশন টেলিভিশনের ইউটিউব চ্যানেলে পোস্ট করা এক প্রতিবেদনে জিএম কাদেরকে বলতে শোনা যায়, তিনি শেষ মূহুর্তে নির্বাচনে থাকবেন। ভোট বর্জন করবেন না। প্রতিবেদনটি দেখুন--
এছাড়া, কি-ওয়ার্ড সার্চ করে "৩০-৪০ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বড় ফ্যাক্টর হবে না: জি এম কাদের" শিরোনামে প্রথম আলোর একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর সেনপাড়ায় পৈতৃক বাসভবন 'স্কাই ভিউ'-এ সাংবাদিকদের সঙ্গে ব্রিফিং করেন জি এম কাদের। সেখানে তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো আছে। তবে ভোটাররা কেন্দ্রে আসবেন কি না বা ভোট দিতে পারবেন কি না, আর ভোট দিলেও সঠিকভাবে গণনা হবে কি না, তা নিয়ে শঙ্কা আছে। স্ক্রিনশট দেখুন--
প্রতিবেদন অনুযায়ী, তিনি গত ৪ জানুয়ারি নিজ বাসভবনে অবস্থান করার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
অর্থাৎ জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর ৩ আসনের প্রার্থী জি এম কাদের নির্বাচন বর্জনের ঘোষণা দেননি। এমনকি তাকে গ্রেফতারও করা হয়নি।
প্রসঙ্গত, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পাশাপাশি প্রতিদ্বন্দ্বীতা করছে জাতীয় পার্টি। নির্বাচন সুষ্ঠু না হওয়ার আশঙ্কায় দলটির কয়েকটি আসনের প্রার্থীরা নির্বাচন বর্জন করেছে।
সুতরাং, জাতীয় পার্টির নির্বাচন বর্জন ও জিএম কাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে যে তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে, তা বিভ্রান্তিকর।