আফগান গায়িকা নুরী নিহত হওয়ার খবরটি সঠিক নয়
বুম বাংলাদেশ দেখেছে, আফগান গায়িকা হাসিবা নুরী নিজেই এক ভিডিও বার্তায় তাঁর মৃত্যুর খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপে পোস্ট করে দাবি করা হচ্ছে, আফগানিস্তানের গায়িকা হাসিবা নুরী পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে।
গত ১৭ জুলাই বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসিনিউজের ভেরিফায়েড ফেসবুক পেজ 'dbcnews.tv'-এ একটি ডিজিটাল কার্ড পোস্ট করা হয় যেখানে লেখা আছে, "পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে আফগান গায়িকা খুন"। পোস্টটির কমেন্টে ডিবিসি নিউজের অনলাইন ভার্সনে প্রকাশিত এ সংক্রান্ত খবরের লিংক দেয়া হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
বেসরকারি টিভি চ্যানেল ডিবিসির করা প্রতিবেদনটির আর্কাইভ ভার্সন দেখুন এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। আফগানিস্তানের গায়িকা হাসিবা নুরী নিজেই এক ভিডিও বার্তায় তিনি বেঁচে আছেন বলে নিশ্চিত করেছেন। এছাড়া এই গায়িকার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে আফগানিস্তান ও পাকিস্তানের গণমাধ্যমেও তথ্যটি ভিত্তিহীন বলে সংবাদ প্রকাশ করা হয়।
কি-ওয়ার্ড সার্চ করে আমু টিভি নামে একটি ফেসবুক পেজে গত ১৭ জুলাই করা একটি পোস্ট খুঁজে পাওয়া যায়। ওই পোস্টে বলা হয়, "আফগানিস্তানের গায়িকা হাসিবা নুরি একটি ভিডিও টেপে তার মৃত্যুর খবর অস্বীকার করেছেন। তিনি বলেছেন যে তিনি খায়রপাখতুনখোয়ায় একটি ট্রাফিক দুর্ঘটনায় আহত হয়েছেন এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে পরদিন এই গায়িকার মৃত্যুর খবর আসে।(অনূদিত)"। উল্লেখ্য আমু টিভি আফগানিস্তানভিত্তিক একটি গণমাধ্যম। ফেসবুক পোস্টটি দেখুন--
আরো সার্চ করে পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে গত ১৭ জুলাই "Renowned Afghan singer denies rumours of death in Pakistan" শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদনে বলা হয়, "প্রখ্যাত আফগান গায়িকা তার মৃত্যুর বিষয়ে মিথ্যা তথ্য প্রচারের জন্য বিরক্তি প্রকাশ করেছেন, বলেছেন যে পাকিস্তানে তার একটি গাড়ি দুর্ঘটনা ঘটেছে, পরে কেউ তার ছবি তুলে বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছে।" "নুরি বলেন, এই ধরনের ভুল তথ্য এবং ভুল উপস্থাপনা আফগানিস্তানে থাকা তার পরিবারকেও কষ্ট দিয়েছে। তিনি সকলকে ভিত্তিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন, এই ধরনের কাজকে অগ্রহণযোগ্যও বলেছেন।" স্ক্রিনশট দেখুন--
উক্ত প্রতিবেদনে যুক্ত একটি টুইটার পোস্টে এ বিষয়ে গায়িকা হাসিবা নুরীর একটি ভিডিও বার্তা পাওয়া গেছে। গত ১৭ জুলাই পোস্ট করা ওই ভিডিওতে হাসিবা নুরী নিজেই তাঁর মৃত্যুর সংবাদটি সঠিক নয় বলে জানান। এছাড়া, টুইটটির ক্যাপশনে ব্যবহারকারী লিখেন, "গায়িকা হাসিবা নূর বললেন আমি বেঁচে আছি? আফগান ভাই-বোনদের কাছে অনুরোধ কেউ যদি বলে যে অমুক অমুক তোমার কান কেটে ফেলেছে, তাহলে তার পিছনে ছুটে না গিয়ে অনুগ্রহ করে আপনার কানে হাত রেখে পরীক্ষা করুন।" টুইটার পোস্টটি দেখুন--
এছাড়াও, পাকিস্তানভিত্তিক ফ্যাক্ট চেক সংস্থা SOCH FACT CHECK তাদের করা একটি ফ্যাক্ট চেক রিপোর্টে হাসিবা নুরীর নিহত হওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে।
সুতরাং আফগানিস্তানের গায়িকা হাসিবা নুরী পাকিস্তানে বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন বলে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে ফেসবুকে।