ছেলের হাতে অভিনেত্রী শাবানার মৃত্যুর ভুয়া খবর ফেসবুকে প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের ক্যাপশনে অভিনেত্রী শাবানার মৃত্যুর কথা বলা হলেও মূল সংবাদে ভিন্ন সংবাদ উপস্থাপন করা হয়েছে।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক গ্রুপে একটি অখ্যাত অনলাইন পোর্টালের লিংক পোস্ট করে বলা হচ্ছে, ঢালিউডের সাবেক জনপ্রিয় অভিনেত্রী শাবানা তাঁর ছেলের হাতে খুন হয়েছেন।এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ১২ ডিসেম্বর 'Jumuna tv - যমুনা টিভি' নামে একটি গ্রুপে 'মামুনুল ইসলাম' নামে একটি আইডি থেকে একটি অখ্যাত অনলাইন পোর্টালের লিংক শেয়ার করে বলা হয়, "#মাত্র_পাওয়া নিজের ছেলের হাতে খু'ন হলেন বাংলা অভিনেত্রী শাবানা"। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টের দাবিটি সঠিক নয়। পোস্টের ক্যাপশনে ও খবরের শিরোনামে অভিনেত্রী শাবানার নিজ ছেলের হাতে মৃত্যুর কথা বলা হলেও খবরের বিস্তারিত অংশে এমন কোন তথ্য নেই বরং ভিন্ন সংবাদ উপস্থাপন করা হয়েছে।
আলোচ্য পোস্টে সংযুক্ত লিংকে ঢুকে দেখা যায়, সংবাদটির মূল অংশে একই শিরোনামের অধীনে 'নিজের ছেলের হাতে খুন হয়েছেন ভারতীয় অভিনেত্রী বীনা কাপুর।' শীর্ষক একটি সংবাদ উপস্থাপন করা হয়েছে। স্ক্রিনশট দেখুন--
আবার, আরেকটি পোস্টের সাথে সংযুক্ত সংবাদের লিংকে গিয়ে সংবাদের মূল অংশ ফাঁকা থাকতে দেখা যায়। স্ক্রিনশট দেখুন--
উল্লেখ্য সম্পত্তির কারণে নিজ ছেলের হাতে ভারতীয় অভিনেত্রী বীণা কাপুরের খুন হওয়ার খবর চলতি মাসের শুরুতে মূলধারার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এদিকে, আলোচ্য পোস্টের খবরটির সত্যতা যাচাই করতে বিভিন্ন কি-ওয়ার্ড সার্চ করে অভিনেত্রী শাবানার মৃত্যুর খবর গণমাধ্যম কিংবা অন্য কোন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এককালের জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যু হলে কিংবা তিনি খুন হলে মূলধারার জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ হওয়ার কথা।
সুতরাং চটকদার শিরোনাম দিয়ে বিস্তারিত অংশে ভিন্ন তথ্য উপস্থাপন করে নিজ ছেলের হাতে অভিনেত্রী শাবানার মৃত্যুর খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে যা বিভ্রান্তিকর।