ফেক নিউজ
অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজব
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নেয়া এই অভিনেতার শারীরিক অবস্থা ক্রমেই উন্নতির পথে জানিয়েছেন তার স্ত্রী
সামাজিক মাধ্যম ফেসবুকে বাংলা চলচ্চিত্রের অভিনেতা আলমগীরের মৃত্যুর একটি খবর ছড়ানো হচ্ছে। এরকম দুটি পোস্ট দেখুন এখানে ও এখানে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে যে অভিনেতা আলমগীরের মৃত্যুর খবরটি ভুয়া।
মূলধারার সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত হয়ে গত ১৮ এপ্রিল থেকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এই অভিনেতা। তাঁর শারীরিক অবস্থাও এখন ক্রমেই উন্নতির পথে।
প্রথম আলোকে নায়ক আলমগীর জানান, 'আমি ভালো আছি। সবার বোঝা উচিত, একজন মানুষ যখন হাসপাতালে ভর্তি হন, তখন তিনি ও তাঁর পরিবারের ওপর দিয়ে যে মানসিক ঝড় বয়ে যায়, তা শুধু ভুক্তভোগীরাই উপলব্ধি করতে পারেন। মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ তারা হাসপাতালে থাকা সুস্থ মানুষকে নিয়ে যে প্রপাগান্ডা ছড়াচ্ছে, তা কোনো অবস্থায় সভ্য মানুষের কাজ হতে পারে না। এমন ঘটনার নিন্দা জানানোর ভাষাও নেই আমার।'
আলমগীরের স্ত্রী শিল্পী রুনা লায়লা বলেন, 'আমরা ফেসবুক এবং ইউটিউব চ্যানেলগুলোতে সব আপডেটের একটি নোট তৈরি করেছি এবং শিগগিরই তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেব।'
Claim : অভিনেতা নায়ক আলমগীর আর নেই
Claimed By : Facebook posts
Fact Check : False
Next Story