তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার ভুয়া খবর ফেসবুকে
বুম বাংলাদেশ দেখেছে, পোস্টের শিরোনামে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কথা লিখা হলেও বিষয়বস্তুতে এরকম কোনো তথ্য নেই।
সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে বলা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।
২৩ ঘন্টা আগে 'Md. Shofiqul Islam' নামের একটি ফেসবুক আইডি থেকে একটি ভিডিও শেয়ার করে বলা হয়, "ইসরাইল থেকে ধর্মযুদ্ধ ভয়ংকর তৃতীয় বিশ্ব যুদ্ধ শুরু !" ফেসবুক পোস্টটি দেখুন--
অর্থ্যাৎ ওই ভিডিওটির পোস্টের শিরোনামে দাবি করা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে।
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, পোস্টে করা দাবিটি সঠিক নয়। ভিডিওটির শিরোনামে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর কথা লেখা থাকলেও ভিডিওটির ভিতরে কোথাও এ ব্যাপারে কোনো তথ্য নেই।
পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায়, সংযুক্ত ভিডিওটি টেলিভিশন সংবাদের আদলে তৈরি করা। ভিডিওটির ২৫-৩১ সেকেন্ডে সংবাদের হেডলাইন হিসেবে বলা হয়, "নেতানিয়াহু সরকার সরাসরি ধর্মীয় যুদ্ধ বাঁধাতে চাইবে বলছে হামাস"। পরে ভিডিওটির ৩ মিনিট ২৮ সেকেন্ড থেকে ৪ মিনিট ৫২ সেকেন্ডে বলা হয়, "বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গঠন হতে যাওয়া ইসরায়েলের কট্টরপন্থী সরকার সরাসরি ধর্মীয় যুদ্ধ বাধাতে চাইবে ফিলিস্তিনের সাথে। ইহুদি বাহিনীকে সামরিক জবাবের হুঁশিয়ারিও দেয় দলটি। খবর এপির। বুধবার (১৪ ডিসেম্বর) এমন আশঙ্কার কথা জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজায় আয়োজন করা হয় বিশাল সমাবেশ। সংহতি জানিয়ে যোগ দেয় লাখো মানুষ। অবরুদ্ধ গাজা উপত্যকায় কাতিবা গার্ডেনে ফিলিস্তিনিদের ঢল নামে। হামাস ও ফিলিস্তিনের পতাকা উড়িয়ে জড়ো হয় হামাসের হাজার হাজার সমর্থক। ছিলেন সংগঠনের নেতাকর্মীরাও। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের শুরুতে মাতৃভূমি রক্ষায় শপথ বাক্য পাঠ করেন হামাস সদস্যরা। কালো ইউনিফর্মে ভিড়ের মধ্য দিয়ে মার্চ করে আন্দোলনের সামরিক উইং। সামরিক শক্তিমত্তার পাশাপাশি হামাসের পক্ষে গাজাবাসীর ঐক্যের প্রদর্শনীও হয় সমাবেশে। এসময় হামাস নেতা ইয়াহিয়া আল সিনওয়ার বলেন, শত্রুপক্ষের রাজনৈতিক করিডোরে যা ঘটছে, ফ্যাসিবাদী, ইহুদি, কট্টর ডানপন্থী সরকারের নীতি অনুযায়ী আল আকসাকে টেম্পলে পরিণত করতে চায় জেরুজালেম থেকে আরবদের মুছে ফেলতে চায়। ইসলাম ও খ্রিষ্টানদের অস্তিত্ব মুছে পেলতে চায়। ইহুদিবাদের প্রসার আমরা অফুরন্ত রকেটের ভাণ্ডার নিয়ে আসবো। অসংখ্য সেনা নিয়ে হাজির হবো। আমরা লাখে লাখে আসবো।" তবে পুরো ভিডিওটির মধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়া নিয়ে কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।
কি-ওয়ার্ড সার্চ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির ওয়েবসাইটে গিয়ে গত ১৫ ডিসেম্বর 'নেতানিয়াহুর সরকার সরাসরি ধর্মীয় যুদ্ধ বাধাতে চাইবে: হামাস' শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এতে আলোচ্য ভিডিও থেকে প্রাপ্ত সংবাদটির মত হুবহু বক্তব্য খুঁজে পাওয়া যায়। স্ক্রিনশট দেখুন--
এছাড়াও বিভিন্ন কি-ওয়ার্ড ধরে নানাভাবে সার্চ করেও জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে আরেকটি বিশ্বযুদ্ধ শুরু হওয়া সংক্রান্ত কোনো খবর খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং ভিডিওর বিষয়বস্তুতে ভিন্ন খবর দিয়ে শিরোনামে তৃতীয় বিশযুদ্ধ শুরু হয়েছে এমন চটকদার ভিত্তিহীন তথ্য লিখে তা প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।