মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতারের খবরটি ভিত্তিহীন
হেফাজতে ইসলামের প্রচারবিভাগ থেকে জানানো হয়েছে, মাওলানা আজিজুল গ্রেফতার হননি
সামাজিক মাধ্যমে একাধিক অনলাইন পোর্টাল এবং কিছু পেইজ থেকে দাবি করা হচ্ছে, হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গ্রেফতার হয়েছেন। দেখুন এমন কিছু পোস্ট এর লিংক এখানে, এখানে এবং এখানে।
আজ (৮ এপ্রিল) 'Daily Bangladesh News' নামের ফেসবুকে গ্রুপে একটি খবর পোস্ট করা হয় যার শিরোনাম ছিল, 'ব্রেকিং :ইসলামাবাদী মাওলানা আজিজুল হক গ্রেফতার'। উক্ত খবরটির বিস্তারিত অংশে বলা হয়, আজ হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে গ্রেফতার করা হয়েছে। দেখুন স্ক্রিনশট--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতার হওয়ার খবরটি সত্য নয়।
মূলত বাংলাদেশের একটি মূলধারার সংবাদমাধ্যম নিউজ২৪ এ সর্বপ্রথম মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতার হওয়ার খবর প্রচারিত হয়। আজ (৮ এপ্রিল) বিকেল ৫টার দিকে 'মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গ্রেফতার' শিরোনামে খবরটি প্রকাশ করে তারা। দেখুন স্ক্রিনশট নিচে--
নিউজ২৪ এর সেই খবরটির আর্কাইভ লিংক দেখুন এখানে।
কিন্তু কিছুক্ষন পরেই নিউজ২৪ এই সংবাদটি সরিয়ে নেয়। এর বাইরে মূলধারার কোনো সংবাদমাধ্যমে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতারের খবর পাওয়া যায়নি।
এছাড়া হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান তার ব্যক্তিগত প্রোফাইলে পোস্ট করে মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতারের খবরটিকে 'ভুয়া' বলে দাবি করেছেন। দেখুন তার পোস্টের স্ক্রিনশট--
বৃহস্পতিবার পাওয়া সর্বশেষ খবর অনুযায়ী মাওলানা আজিজুল হক ইসলামাবাদীর গ্রেফতারের বিষয়টি ভিত্তিহীন।