হিরো আলমের নিখোঁজের ভুয়া তথ্য ফেসবুকে প্রচার
হিরো আলমের নিখোঁজের তথ্যটি ভুয়া বলে তিনি নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
সামাজিক মাধ্যম ফেসবুকের একাধিক আইডি, পেজ ও গ্রুপ থেকে পোস্ট করে বলা হচ্ছে, আলোচিত সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম নিখোঁজ হয়েছেন। এরকম কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, ও এখানে।
গত ২৫ জুন "Youtube news" নামে একটি ফেসবুক পেজে একটি লাইভ টক-শো'র আদলে তৈরি ভিডিও পোস্ট করে বলা হয়, "গভীর রাতে নিখোঁজ হিরো আলম | ফেঁসে যাচ্ছে আরাফাত ও প্রধানমন্ত্রী | #heroalom news"। ফেসবুক পো্সটটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ দেখেছে, আলোচ্য পোস্টের দাবিটি সঠিক নয়। হিরো আলমের নিখোঁজ হওয়ার কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। এছাড়া, নিখোঁজের তথ্যটি ভুয়া বলে হিরো আলম নিজেই বুম বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
হিরো আলমের নিখোঁজের সংবাদটি ফেসবুকে ছড়িয়ে পড়লে এ বিষয়ে জানতে কি-ওয়ার্ড সার্চ করে হিরো আলমের নিখোঁজের কোনো সংবাদ গণমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি। আরো সার্চ করে দৈনিক পত্রিকা কালবেলার অনলাইন ইউটিউব চ্যানেল কালবেলা নিউজে কয়েক ঘন্টা আগে "এবার পাল্টা প্রতিরোধ হবে: হিরো আলম | Hero Alom | Dhaka-17 Election | Kalbela" শিরোনামে একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়। কালবেলার ইউটিউব চ্যানেলের ওই প্রতিবেদনে হিরো আলমকে উপস্থিত থাকতে দেখা যায়। ওই ভিডিওটির ১ মিনিট ২৫ সেকেন্ডে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হিরো আলমকে বলতে শোনা যায়, "আসলে এটা গুজব ছড়ানো হয়েছে। ভোটারদের ভয় দেখানোর জন্যে এসব গুজব প্রচার করা হচ্ছে। আমাকে কেউ ভয়ও দেখায় নাই। আমি নির্বাচনের মাঠে থাকবো, সে প্রতিপক্ষ যেই হোক না কেন?" ইউটিউব ভিডিওটি দেখুন--
আলোচ্য পোস্টের দাবি অনুযায়ী পোস্টের তারিখ ২৫ জুন হিরো আলম নিখোঁজ হয়ে থাকলে ২৮ জুন নির্বাচনী প্রচারণা করতে পারার কথা নয় এবং গণমাধ্যমেও খবর হওয়া স্বাভাবিক নয়। অর্থাৎ তার নিখোঁজ হওয়ার দাবিটি সঠিক নয়।
এদিকে, হিরো আলমের নিখোঁজের সংবাদ ফেসবুকে ছড়িয়ে পড়লে যোগাযোগ করার চেষ্টা করে হিরো আলমকে ফোনে খুঁজে পাওয়া যায়। ফোনালাপে হিরো আলম বলেন, "ভোটারদেরকে ভয় দেখানোর জন্য একটি শ্রেণী এসব ভুয়া তথ্য ও গুজব ছড়াচ্ছে। ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে যাতে তারা আমাকে ভোট না দেয়। আমাকে কেউ টর্চারও করেনি, আমাকে কেউ কোনো হুমকিও এখনো পর্যন্ত দেয়নি। আমি ঠিক আছি।"
প্রসঙ্গত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আগামী ১৭ জুলাই ভোটগ্রহণ হবে। ওই নির্বাচনে একজন প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন হিরো আলম।
সুতরাং ঢাকা-১৭ আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে হিরো আলমের নিখোঁজ হওয়ার ভুয়া খবর প্রচার করা হচ্ছে ফেসবুকে, যা বিভ্রান্তিকর।