নুরুল হক নুর'কে নিয়ে আরটিভির লোগোযুক্ত ভুয়া ফটোকার্ড প্রচার
বুম বাংলাদেশ দেখেছে, আরটিভির লোগোযুক্ত আলোচ্য ফটোকার্ডটি তাদের নয় বলে জানিয়েছে গণমাধ্যমটি।
সামাজিক মাধ্যম ফেসবুকে বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভির লোগোযুক্ত একটি ফটোকার্ড পোস্ট করা হচ্ছে যেখানে লেখা রয়েছে, গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিতে চান। একই সংবাদ টেক্সট আকারেও আরটিভি সূত্রে প্রচার করা হচ্ছে। এরকম কয়েকটি ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে ও এখানে।
গত ৩ সেপ্টেম্বর 'Nusrat Jahan' নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচ্য ফটোকার্ডটি পোস্ট করা হয়। ফেসবুক পোস্টটির স্ক্রিনশট দেখুন--
ফ্যাক্ট চেক:
বুম বাংলাদেশ যাচাই করে দেখেছে, ফটোকার্ডটি সম্পাদিত। বেসরকারি সম্প্রচার মাধ্যম আরটিভি এর ফটোকার্ড ফরম্যাট সম্পাদনা করে এটি তৈরি করা হয়েছে। এছাড়াও আলোচ্য ফটোকার্ডটি আরটিভি'র তৈরি করা নয় বলে গণমাধ্যমটি নিশ্চিত করেছে।
ফটোকার্ডে উল্লিখিত তারিখ অনুযায়ী আরটিভি'র ভেরিফাইড ফেসবুক পেজে সার্চ করে গত ২ সেপ্টেম্বর 'টাঙ্গাইলে ভিপি নুরের ওপর হা'ম'লার ঘটনায় মা'ম'লা...' উল্লেখ করে প্রচারিত মূল ফটোকার্ডটি পাওয়া যায়। আলোচ্য ফটোকার্ড (বামে) ও আরটিভির ভেরিফাইড ফেসবুক পেজে পাওয়া মূল ফটোকার্ড (ডানে) এর পাশাপাশি তুলনা দেখুন--
এদিকে আরটিভি'র ভেরিফাইড ফেসবুক পেজে গত ৬ সেপ্টেম্বর আলোচ্য ফটোকার্ডটির বিষয়ে 'আরটিভির নামে ছড়ানো এই ছবিটি নকল, আমাদের তৈরি নয়। বিভ্রান্তি এড়াতে আমাদের ফেসবুক পেজ ও অনলাইনের সঙ্গে থাকুন' লেখা একটি পোস্ট পাওয়া যায়। পোস্টটির স্ক্রিনশট দেখুন--
অর্থাৎ, আলোচ্য ফটোকার্ডটি আরটিভির ফেসবুক পেজে গত ২ সেপ্টেম্বর প্রকাশিত "টাঙ্গাইলে ভিপি নুরের ওপর হামলার ঘটনায় মামলা" শীর্ষক সংবাদের ফটোকার্ডটি সম্পাদনা করে তৈরি করা হয়েছে।
তবে সার্চ করে দাবি অনুযায়ী শিরোনামের কোনো ফটোকার্ড আরটিভির ফেসবুক পেজে পাওয়া যায়নি। এছাড়াও সার্চ করে আরটিভি সহ কোনো গণমাধ্যমেই আলোচ্য দাবি সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি।
সুতরাং সামাজিক মাধ্যমে আরটিভি'র ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডকে বিকৃত করে ভুল তথ্য প্রচার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।